Friday, May 25, 2018

পোগবার চুলের ছাঁট নিয়ে বিদ্রুপ ডেনমার্কের কোচের

SHARE


হতে পারে এ সবই রণনীতি। কিন্তু বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক আগে যে একেবারে গ্রুপ স্তরেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল সেটা পরিষ্কার।
আক্রমণের জন্য বেছে নেওয়া হল রাশিয়া বিশ্বকাপে যিনি নিজেকে কার্যত স্বঘোষিত নেতা বেছে নিয়েছেন সেই পল পোগবাকে। আক্রমণকারীর নাম অগে হরাইদা। ইনি ডেনমার্কের কোচ। গ্রুপ সি-তে এ বার ড্যানিশদের টক্কর ফরাসিদের সঙ্গেও। আপাত দৃষ্টিতে ফ্রান্সের কাছে এই গ্রুপ খুবই সহজ মনে হলেও, পোগবাদের আদৌ পাত্তা দিচ্ছেন না ডেনমার্ক কোচ। শুধু কী তাই? পোগবাকে তিনি যে ভাষায় আক্রমণ করলেন তা কার্যত  ব্যক্তিগত আক্রমণই!
পোগবাকে বিদ্রুপ করে হরাইদার মন্তব্য, ''ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলার সময় ও চুলের রংটা নীল-সাদা করে নিল। হতে পারে আমাদের বিরুদ্ধে খেলার সময় দেখব ওর চুল হয়ে গিয়েছে লাল-সাদা। ছেলেটা কী সারাক্ষণ নিজের হেয়ারস্টাইল
নিয়েই ভাবে?''
এ তো গেল পোগবাকে হেয় করা। অথবা ফ্রান্সের অন্যতম সেরা তারকাকে চাপে ফেলা। কিন্তু দিদিয়ের দেশঁর পুরো দলটাকেও যে তিনি ছাড়েননি! অথচ ফিফা র‌্যাঙ্কিংয়ের বিচারে ফ্রান্স এখন সাত নম্বর। অন্যতম ফেভারিট হয়েই রাশিয়া যাচ্ছে। কিন্তু হরাইদা দিব্যি বলে দিলেন, ''আমার ওদের দলটা নিয়ে আলাদা কোনও উচ্ছ্বাসই নেই। জানি, ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলগুলো বিশ্বসেরা। কিন্তু একমাত্র ফ্রান্সের ক্ষেত্রে সেটা বেমানান। আমি স্টকহমে সুইডেনের সঙ্গে ওদের খেলতে দেখেছি। ফ্রান্সের খেলায় কিছুই বিশেষত্ব চোখে পড়েনি। একেবারে সাদামাঠা।''


পোগবার কানে এ সব কথা পৌঁছেছে কি না জানা যায়নি। তিনি গিয়েছেন মক্কায় হজ করতে। হতে পারে, তিনি বিশ্বকাপে নিজের এবং ফ্রান্সের জন্যই প্রর্থনা করেছেন। রাশিয়াতে তাঁর নিজের ভাল খেলাটা বেশ জরুরি। কে না জানে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তাঁর অবস্থা বেশ নড়বড়ে। মোটে বনিবনা হচ্ছে না, ম্যানেজার জোসে মোরিনহোর সঙ্গেও। ম্যান ইউ'র কয়েক জন প্রাক্তন তারকা মনে করেন, ভাল না লাগলে পোগবাকে পরের মরসুমে ছেড়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে ভাল ক্লাবে জায়গা পেতে রাশিয়াতে দারুণ কিছু করতেই হবে তাঁকে। মনে রাখতে হবে, ব্রাজিল বিশ্বকাপে তিনিই সব চেয়ে সম্ভাবনাময় হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। পোগবা নিজে বলছেন, ''এ বারও দারুণ কিছু করব। শুধু তাই নয়, মাঠে, মাঠের বাইরে আমিই দলকে নেতৃত্ব দেব।''
ফ্রান্স এখনও তাঁদের অধিনায়কের নাম ঘোযণা করেনি। দিমিত্রি পায়েত, অ্যান্থনি মার্সিয়াল বাদ যাওয়ায়, করিম বেঞ্জেমাকে না ফেরানোয়, নেতা হওয়ার দৌড়ে পোগবাই এগিয়ে আছেন বলে অনেকে মনে করছেন। অবশ্য ফ্রান্সের একাধিক দৈনিকের খবর, দেশঁ শেষ পর্যন্ত অধিনায়কের আর্মব্যান্ডটা দলের অভিজ্ঞ গোলরক্ষক হুগো লরিকে দেবেন। এমনকী আঁতোয়া গ্রিজম্যানকেও নয়। কিন্তু পোগবা এ সব জল্পনার পরোয়া করছেন না। এমন ভাবে কথা বলছেন যেন তিনিই নেতা। বিশ্বকাপে ফ্রান্সের ভবিতব্য তাঁর বিশ্লেষণে বেশ পরিষ্কার। বলেছেন, ''কারা খেলল, কে ফেভারিট, কী স্ট্র্যাটেজি— এ সব ভুলে যান। আসল ব্যাপার মনের জোর। আমাদের ছেলেদের বলব, মনটা শক্ত করো। তা হলেই এগোতে পারবে। না হলে নয়।''  

SHARE

Author: verified_user

0 comments: