Thursday, May 17, 2018

এ বছর বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা!

SHARE


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা এ বছরের অক্টোবরেই। ২০১৮-১৯ মৌসুমের এ আসরের জন্য তেমনভাবেই প্রস্তুতি নিচ্ছিল বিপিএল কমিটি। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন। এ বছরের শেষের দিকেই বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাই এ সময়ে জনগণের চোখ থাকবে নির্বাচনের দিকেই। আর এ সময়ে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএলের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল বিপিএলের গভর্নিং কাউন্সিলের সম্পাদক ইসমাইল হায়দার মল্লিকের কথায়।

আজ বুধবার বিপিএলের এই কর্মকর্তা বলেন, 'আগামী অক্টোবরে বিপিএল আয়োজন করা কঠিন হয়ে যাবে। কারণ, পুরো দেশ তখন ব্যস্ত থাকবে নির্বাচন নিয়ে। তাই এ আসর আগামী জানুয়ারিতে আয়োজনের কথা ভাবছি আমরা।'

নিরাপত্তার কথা ভেবেই বিপিএল আয়োজক কমিটির এমন পরিকল্পনা। এ ব্যাপারে তিনি বলেন, 'নির্বাচনের ঠিক আগে তিনটি আলাদা ভেন্যুতে সাতটি দলের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। যদি আমরা দলকে পর্যাপ্ত  নিরাপত্তা দিতে না পারি, তবে আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে আমরা টুর্নামেন্টটি আয়োজন করতে পারি।' 

তা ছাড়া খুলনা টাইটানস, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টরিয়ানসের মালিকপক্ষের অনেকেই সংসদ সদস্য। কিন্তু মল্লিক বলেন, 'সবকিছুর আগে দলের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের মূল উদ্দেশ্য।'

বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, 'ফ্র্যাঞ্চাইজিদের অনেকেই নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন। কিন্তু আমাদের নজর থাকবে নিরাপত্তার দিকেই। যদি আমরা প্রতিটি দলকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে না পারি, সে ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। আমরা এক সপ্তাহের মধ্যেই  এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। তবে অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে এবারের মৌসুমের বিপিএল দেরিতেই আয়োজন করতে হবে।'


Cholo Bangladesh
SHARE

Author: verified_user

0 comments: