Tuesday, May 22, 2018

জিতলেই ফাইনাল, আজ কেমন হতে পারে ধোনির টিম !

SHARE


টানা তিনটে ম্যাচ হেরে প্লে-অফ খেলতে নামছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। অন্য দিকে, শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে হারালেও মহেন্দ্র সিংহ ধোনিকে চিন্তায় রাখবে তাঁর বোলারদের করা শেষ ওভারগুলো। যেখানে প্রচুর রান তুলছেন বিপক্ষের ব্যাটসম্যানরা। 'ক্যাপ্টেন কেন'-এর বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে দেখে নেওয়া যাক কেমন হতে পারে 'ক্যাপ্টেন কুল'-এর  সম্ভাব্য প্রথম একাদশ।


শেন ওয়াটসন: ব্যাটে বলে দুর্দান্ত ছন্দে রয়েছেন। আজকের ম্যাচে শেনের দিকে তাকিয়ে থাকবেন ধোনি।

অম্বাতী রায়ুডু: টুর্নামেন্টে সর্বোচ্চ রানাধিকারীদের তালিকার প্রথম দিকে রয়েছেন। ওপেনিংয়ের নতুন দায়িত্বও সামলাচ্ছেন ভাল ভাবেই।

সুরেশ রায়না: এখনও পুরনো ছন্দের রায়নাকে পাওয়া যায়নি। তবে আজ তিনি প্রথম একাদশে থাকছেন। ফর্ম ফিরে পেলে দলের খুবই লাভ।

মহেন্দ্র সিংহ ধোনি: চলতি আইপিএলে পুরনো সেই ফিনিশার ধোনির ঝলক পাওয়া যাচ্ছে। আজও তাঁর দিকেও তাকিয়ে রয়েছে দল।

ডোয়েন ব্রাভো: কখনও ব্যাট, কখনও বল হাতে দলের ত্রাতা হয়ে উঠছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। আজকের ম্যাচেও ধোনির ভরসার অন্যতম হতে চলেছেন তিনি।

রবীন্দ্র জাডেজা: প্রথম দিকে তেমন ফর্মে ছিলেন না এই বাঁ হাতি অলরাউন্ডার। যদিও টুর্নামেন্ট যত এগিয়েছে ফর্মে ফিরেছেন

স্যাম বিলিংস: আজকের ম্যাচে বিলিংসের দলে থাকার সম্ভাবনা রয়েছে। মাঝ পর্বে ব্যাটিং শক্তি বাড়াতে এমন সিদ্ধান্ত নিতে পারেন ধোনি।

ইমরান তাহির: স্পিন আক্রমণকে শক্তিশালী করার জন্য তাহিরের দলে ঢোকার সম্ভাবনা অনেকটাই বেশি।

শার্দুল ঠাকুর: টুর্নামেন্টে এখনও ভালই বল করেছেন এই পেসার। গতিতে মাঝেমধ্যেই পরাস্ত করছেন ব্যাটসম্যানদের।

লুঙ্গি এনগিদি: ধোনিকে স্বস্তি দিতে পারে তাঁর পেসার লুঙ্গি এনগিডির ছন্দ। পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

কর্ণ শর্মা: তাঁর বদলি হিসেবে ধ্রুব শোরেকে ভাবা হয়েছিল। কিন্তু, তিনি ব্যর্থ হয়েছেন। আজ প্রথম একাদশে থাকতে পারেন কর্ণ।

দীপক চাহার: বিপক্ষকে চমক দিয়ে দীপক চাহারকে দলে নিতে পারেন ধোনি। যদিও প্রয়োজনে অভিজ্ঞতার জন্য আসতে পারেন হরভজন সিংহও।


SHARE

Author: verified_user

0 comments: