Tuesday, May 15, 2018

আপডেট: আজ রাজস্থানের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটের প্রথম একাদশ!

SHARE


কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে বড় রানে জিতেছে কেকেআর। শেষ দুটি ম্যাচেও বড় শেষ দু'টো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে নাইটদের। এই অবস্থায় আজ রাজস্থানের বিরুদ্ধে নামছেন কার্তিকরা। দেখে নেওয়া যাক কেমন হতে পারে নাইটদের আজকের ম্যাচে সম্ভাব্য একাদশ।

সুনীল নারাইন: শেষ ম্যাচে অসাধারণ ব্যাট করেছেন। আজ তাঁকে দিয়েই ইনিংসের শুরু করাবে কেকেআর।

ক্রিস লিন: এই মুহূর্তে খুব একটা সফল নন। স্পিনারদের বিরুদ্ধে একেবারেই খেলতে পারছেন না এই অজি। যদিও পরিস্থিতির বিচারে আজ দলে থেকে যেতে পারেন

রবিন উথাপ্পা: দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে। তবে ধারাবাহিকতার খুবই অভাব। আজ তাঁকে দিয়ে ওপেন করাতে পারে নাইট।

আন্দ্রে রাসেল: প্রথম দিকে ফর্মে থাকলে, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে ফর্ম হারিয়েছেন। শেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। মাস্ট উইন ম্যাচে আজ দরকার পুরনো রাসেলকে।

দীনেশ কার্তিক: ফিনিশার কার্তিক ফের ফর্মে ফিরেছেন। শেষ ম্যাচে অসাধারণ খেলেছেন। আজ তিনি দলের অন্যতম বড় ভরসা।

নীতীশ রাণা: টুর্নামেন্টের প্রথম দিকের ফর্ম থেকে যেন অনেকটাই দূরে এই অলরাউন্ডার। ব্যাট হাতে আজ রাণার দিকে তাকিয়ে দল।

শুভমান গিল: ব্যাটে ভরসা দিয়েছেন তরুণ শুভমান। যদিও পঞ্জাবের বিরুদ্ধে তেমন কিছু করতে পারেননি। আজকের ম্যাচে তাঁর দলে থাকা কার্যত নিশ্চিত।

পীযূষ চাওলা: উইকেট পেলেও প্রচুর রান দিয়ে ফেলছেন এই লেগস্পিনার। শেষ ম্যাচে দু' ওভার বল করার সুযোগ পেয়েছিলেন।

কুলদীপ যাদব: বল হাতে একেবারে ফর্মে নেই এই চায়নাম্যান। শেষ ম্যাচে সফল হননি। যদিও দলের তেমন কোনও বিকল্প নেই এই মুহূর্তে।

শিবম মাভি: গতিতে মাঝেমধ্যেই ব্যাটসম্যানদের পরাস্ত করছেন এই তরুণ স্পিডস্টার। তবে তাঁর চোট দলকে চিন্তায় রাখছে। মাভির বদলে দলে আসতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ বা জনসনের মতো কেউ এক জন।

টম কুরান: একের পর এক ম্যাচে পেস আক্রমণের দায়িত্ব সামলাতে ব্যর্থ হচ্ছেন প্রায় সকল পেসাররাই। সেই তালিকায় মন্দের ভাল হিসেবে কুরান প্রথম একাদশে ঢুকতে পারেন।
SHARE

Author: verified_user

0 comments: