Friday, May 25, 2018

কলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবরা

SHARE



সুনিল নারাইনকে টানা দুই চার হাঁকিয়ে ঝড়ের আভাস দিলেন সাকিব আল হাসান। কিন্তু এরপরেই ফিরে গেলেন দুর্ভাগ্যজনক রান আউট হয়ে। সাকিবের অসমাপ্ত কাজ শেষ করলেন রশিদ খান। তার শেষের ঝড়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল সানরাইজার্স হায়দরাবাদ।

বোলিংয়েও দারুণ অবদার রাখলেন সাকিব ও রশিদ। দুই স্পিনারের দারুণ বোলিংয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ রানে কলকাতাকে হারাল হায়দরাবাদ। ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ঘরের মাঠে কলকাতা ৯ উইকেটে করে ১৬১ রান।  

ব্যাটিংয়ে নেমে ২৪ বলে চারটি চারে ২৮ রান করেন সাকিব। দীপক হুদার স্ট্রেট ড্রাইভ বোলারের আঙুল ছুঁয়ে ভেঙে দেয় স্টাম্প। একটু এগিয়ে যাওয়া নন স্ট্রাইকার সাকিব ফিরতে পারেননি সময় মতো। ফিরে যান রান আউট হয়ে।

কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান দলকে এনে দেন ভালো শুরু। দলে ফেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান ২৭ বলে করেন ৩৫। আরেক ওপেনার ধাওয়ান ২৪ বলে করেন ৩৪।

দারুণ ছন্দে থাকা উইলিয়ামসন ব্যর্থ এদিন। হায়দরাবাদ অধিনায়ক ফিরেন মাত্র ৩ রান করে। মিডল অর্ডারে দলকে টানেন সাকিব। দুই বিস্ফোরক ব্যাটসম্যান ইউসুফ পাঠান ও কার্লোস ব্র্যাথওয়েট তুলতে পারেননি ঝড়।

শেষের টর্নেডো ইনিংস দলকে পৌনে দুইশ রানে নিয়ে যান রশিদ। মাত্র ১০ বলে চারটি ছক্কা আর দুটি চারে অপরাজিত থাকেন ৩৪ রানে। 

২৯ রানে ২ উইকেট নিয়ে কলকাতার সেরা বোলার কুলদীপ যাদব।



SHARE

Author: verified_user

0 comments: