Tuesday, May 22, 2018

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবেন সাকিবরা

SHARE


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষে এবার প্লে অফ খেলার সুযোগ পাওয়া চার দল নামবে শিরোপা জয়ের লড়াইয়ে। সাবেক দুই চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের  সানরাইজার্স হায়দরাবাদ ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে একে অপরের। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ে মুখোমুখি হবে দুই দল।
পয়েন্ট টেবিলে চেন্নাই ও সানরাইজার্স উভয় দলই ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তবে সামান্য রানরেটের ব্যবধান দুই দলের মধ্যে পার্থক্য গড়ে হায়দরাবাদকে চেন্নাই থেকে এগিয়ে রেখেছে।
সানরাইজার্স ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেকটাই নির্ভরশীল দলের অধিনায়ক কেইন উইলিয়ামসের উপর। উইলিয়ামস ও শিখর ধাওয়ান প্রতিপক্ষের বোলিংয়ের তোপে অবদান রাখলেও দলের জয়ের জন্য মিডল অর্ডারের জ্বলে ওঠার বিকল্প নেই। প্লে-অফ ম্যাচ তুলনামূলক আগের ম্যাচের চেয়ে কঠিন বলেই ওপেনিং ব্যাটসম্যানদের ওপর নির্ভরশীলতা কমিয়ে মিডল অর্ডারের দিকে নজর দিচ্ছে শিরোপা প্রত্যাশী দলটি।
বোলিংয়ের ক্ষেত্রে তাঁদের ভরসা ভুবনেশ্বর কুমার, স্বন্দীপ শর্মা, সাকিব আল হাসান ও রশিদ খান।
অন্যদিকে, ধোনির দলের পূর্বের ম্যাচগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, তাঁরা একক কোনো ব্যাটসম্যানের ওপর নির্ভরশীল নয়। আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, ধোনি, সুরেশ রায়না গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিয়ে দলকে জয় উপহার দিয়েছেন। সুতরাং সানরাইজার্সের পর্যাপ্ত বোলিং অ্যাটাক থাকলেও চেন্নাইয়ের যে কোনো ব্যাটসম্যানই ম্যাচ নিজেদের দখলে নেওয়ার ক্ষমতা রাখেন।
চেন্নাইয়ের বোলিং অ্যাটাকের অন্যতম ভরসা দক্ষিণ আফ্রিকার তারকা লুঙ্গি এনগিডি। এর আগের ম্যাচেই তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চার উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এ ছাড়া, সারদুল ঠাকুর, দিপক চাহার, ডোয়াইন ব্রাভোও দলের অন্যতম বোলিং ভরসার নাম।

SHARE

Author: verified_user

0 comments: