Tuesday, May 29, 2018

আইপিএলের চোট আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে দিল মোস্তাফিজকে

SHARE



আইপিএলের ম্যাচে চোট পেয়েছিলেন। আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ।

আইপিএল থেকে ফিরেছিলেন চোট নিয়েই। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট। কোচ কোর্টনি ওয়ালশ তাঁকে বিশ্রাম দিয়েছিলেন দুদিনের। কিন্তু একদিনের মাথাতেই জানা গেল বুড়ো আঙুলের সেই চোট মোস্তাফিজকে খেলতে দেবে না আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, 'গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে।' আপাতত মোস্তাফিজকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতের দেরাদুনের উদ্দেশে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা। সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০ মে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিলেন মোস্তাফিজ। সে ম্যাচে নিজের বলে ঋষভ পন্তের একটি ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়েই পেয়েছিলেন চোটটা। প্রাথমিক চিকিৎসার পর সেদিন বোলিং অবশ্য করেছিলেন। দেশে ফিরে অনুশীলনের নেটেও এরপর বোলিং করেছেন। কিন্তু টানা বোলিং করতে গেলেই সমস্যা বোধ করছেন।

SHARE

Author: verified_user

0 comments: