Thursday, May 31, 2018

নেমার ঠিকই পারবেন, আশা থিয়াগোর

নেমার ঠিকই পারবেন, আশা থিয়াগোর




রাশিয়া বিশ্বকাপে খেলার জন্য প্রথম যোগ্যতা অর্জন করলেও ব্রাজিলে আসল পরীক্ষা মূলপর্বে। চার বছর আগে জার্মানির কাছে হারের দুঃস্বপ্ন কাটাতে ব্রাজিলের সামনে দারুণ কিছু করা ছাড়া রাস্তা নেই। দারুণ কিছু করা মানে বিশ্বকাপটাই নিয়ে যাওয়া। ব্রাজিল কোচ তিতে তো বলেই রেখেছেন, ''আমরা এমন একটা দেশে ফুটবল খেলি যেখানে দ্বিতীয়-তৃতীয় স্থানেরও মূল্য নেই।''

ইউরোপে ব্রাজিল শেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৫৮ সালে সুইডেনে। অর্ধ শতাব্দীর বেশি হয়ে গেল, ইউরোপ থেকে খালি হাতে ফিরছে পেলের দেশ। এ বার কি অন্য কিছু হলেও হতে পারে?

এমন প্রশ্ন কিন্তু এড়িয়েই গেলেন রাশিয়ায় ব্রাজিল দলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা, ''আমরা এত দিন তো বিশ্বকাপের জন্যই তৈরি হয়েছি। প্রথম দুঙ্গার কাছে। এখন তিতে কোচ। নতুন কোচিংয়ে গত দু'বছরে দল প্রচুর উন্নতি করেছে। করেছে বলেই বিশ্বকাপের মতো মঞ্চে এত সহজে পৌঁছেছি।'' থিয়াগোর আরও মন্তব্য, ''বিশ্বকাপে নতুন ইতিহাস রচনার সুযোগ সামনে। কিন্তু কাপ জিততে পারব কি না নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। এটুকু বলতে পারি, রবিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আমাদের আপনারা ভাল খেলতে দেখবেন। রাশিয়াতেও দারুণ খেলব।''

কিন্তু নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র কতটা তৈরি? সিলভার আশ্বাস, ''ভালই তো অনুশীলন করছে। এমনিতে ওর মাথা অসম্ভব ঠান্ডা। ওকে সব সময় বলি, জীবনে কঠিন সময় থাকবেই। জানবে কঠিন সময় কেটে গেলেই আসবে ভাল সময়। ও নিজে আত্মবিশ্বাসী। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই নিজেকে তৈরি করে ফেলতে চায়। আমার বিশ্বাস নেমার পারবে।''

বিশ্ব ফুটবলে ব্রাজিলীয় ঘরানার বিশেষত্ব নিয়ে নতুন কিছু  বলার থাকতে পারে না। তিতের এখনকার দলেও প্রতিভার সমাহার। নেমার, ফিলিপে কুটিনহো, গ্যাব্রিয়েল জেসুসদের হাতেই পেলের দেশের ফুটবল ঘরানার ব্যাটন। যদিও থিয়াগোর বক্তব্য, ''অতীতে আমাদের যা সাফল্য তাকে ছাপিয়ে যেতে  অনেকটা রাস্তা যেতে হবে। যদিও প্রত্যেকে প্রজন্মের নিজস্ব স্টাইল থাকে। আমাদের এই দলটারও আছে। সে দিক থেকে দেখলে আমাদের সঙ্গে অতীতের সেরা দলগুলোকে মিলিয়ে ফেলা যায় না।'' সঙ্গে যোগ করলেন, ''তুলনায় বিশ্বাস করি না। প্রতিটি প্রজন্ম আলাদা। এখন এই দলটার একটাই লক্ষ্য। ব্রাজিল ফুটবলের ইতিহাসে নতুন কিছু করে দেখানো।''

'নতুন কিছু' মানে কি বিশ্বকাপ জেতা নয়? থিয়াগোর জবাব, ''হ্যাঁ বিশ্বকাপ জেতা লক্ষ্য। চেষ্টাও করছি। কিন্তু পারব কি না কথা দেওয়া অসম্ভব। এটা বলতে পারি যে লক্ষ্য থেকে আমরা খুব বেশি দূরে নই।''

বিশ্বকাপের আগে ব্রাজিল আরও দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিলভার ধারণা, এই সব ম্যাচ প্রস্তুতিকে পূর্ণতা দেবে। ''বছরের পর বছর ধরে  উন্নতি করছি। বাড়ছে অভিজ্ঞতাও। আমি নিজে যেমন, জীবনের সেরা ফর্মে আছি। আমার বয়স ৩৩। কিন্তু নিজেকে এখনও শিশু ভাবি। আসলে তিতে আসার পরই মানসিকতা পাল্টে গিয়েছে। বলতে গেলে সব ম্যাচেই দারুণ খেলছি। অসাধারণ খেলাটাই আমাদের এত প্রস্তুতির লক্ষ্য।'' ইংল্যান্ডে ব্রাজিলের প্রস্তুতি শিবিরে বসে বললেন থিয়াগো সিলভা।

এ দিকে, বিশ্বকাপের সময় ব্রাজিল থাকবে সোচিতে। নিরাপত্তায় সাঙঘাতিক কড়াকড়ি সেখানে। এখানেই সোভিয়েত জমানায় রাষ্ট্রনায়করা ছুটি কাটাতেন। ভ্লাদিমির পুতিন সরকার অবশ্য ব্রাজিলের ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীদের কাছাকাছিই থাকার ব্যবস্থা করে দিয়েছে। অবশ্য স্ত্রী-বান্ধবী ও তাঁদের ছেলেমেয়েদের বিমান যাত্রা থেকে শুরু করে বাকি সব কিছু খরচ ভাগাভাগি হচ্ছে। অর্ধেক দিচ্ছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। বাকিটা ফুটবলারদের নিজেদের পকেট থেকে খরচ করতে হচ্ছে।


রিয়েল থেকে আচমকা ইস্তফা জিদানের

রিয়েল থেকে আচমকা ইস্তফা জিদানের




তড়িঘড়ি প্রেস মিট। আর তাতেই বোমাটা ফাটালেন জিনেদিন জিদান। রিয়েল মাদ্রিদের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। যা শুনে প্রেস মিটে উপস্থিত সাংবাদিকদের মতোই হতবাক গোটা দুনিয়া। তবে শান্ত ভঙ্গিতে জিদান জানিয়েছেন, তিনি নিজে মোটেও অবাক হননি। তাঁর কথায়, "দলের জেতাটাই আসল কথা। আর দলে একটা পরিবর্তন দরকার।" তবে এই মুহূর্তে সরে দাঁড়ালেও ফের মাদ্রিদে ফিরতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন জিজু। বলেছেন, "অবশ্যই 'পরে দেখা হতে পারে'। কারণ মাদ্রিদ আমাকে সব কিছু দিয়েছে। আমি সারা জীবন ক্লাবের আশপাশেই থাকব।" তাঁর সিদ্ধান্তে তখন অনেকই হতভম্ব। সকলের মুখের দিকে এক বার তাকিয়ে তাঁর মন্তব্য, "অনেকের কাছেই এটা অদ্ভুত সিদ্ধান্ত। তবে আমার কাছে তা নয়।"

গত শনিবার রাতেই লিভারপুলকে হারিয়ে ইতিহাস গড়েছে রিয়েল। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেশ এখনও তাজা। এই নিয়ে টানা তিন বার ট্রফি ঘরে তুলেছে তারা। প্রতি বারই জিদানের কোচিংয়ে। তবে সে সমস্ত কথা মনে রেখেও জিদান জানিয়েছেন, বদলের প্রয়োজন রয়েছে। "এটাই সেরা সময় সরে দাঁড়ানোর। ফুটবলারদেরও একটা বদল দরকার। আমার মনে হয়, এটাই সঠিক সিদ্ধান্ত।" তাঁর এই সিদ্ধান্তে সকলেই যে অবাক হবেন, সে কথাও স্বীকার করে নিয়েছেন জিদান।

আগামী ২০২০ সাল পর্যন্ত রিয়েল মাদ্রিদের সঙ্গে চুক্তি ছিল জিদানের। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, গত কাল তাঁর কাছে আচমকাই এসে উপস্থিত হন জিদান। পেরেজ জানিয়েছেন, এই 'শকিং নিউজ'টা তখনই জানান তিনি।


ক্লাব ম্যানেজারে দায়িত্ব নেওয়ার আগে নিজেই খেলতেন রিয়েল মাদ্রিদে। খেলেছেন জুভেন্তাস এবং বোর্দোর মতো ক্লাবে। ১৯৯৮-এ ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলেও তুমুল সাফল্য পেয়েছেন। ম্যানেজার হিসেবে লা লিগায় খেতাব জয়, স্প্যানিশ সুপার কাপ, দু'বার করে উয়েফা সুপার কাপ এবং ওয়ার্ল্ড কাপ খেতাব এসেছে। তবে কোনও মহিমাই যেন বেঁধে রাখতে পারল না জিদানকে।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় যখন মাঠে বিশ্ব একাদশ

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় যখন মাঠে বিশ্ব একাদশ



ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়াম আজ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব একাদশ। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্টেডিয়াম।
মূলত স্টেডিয়ামগুলোর সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই চ্যারিটি ম্যাচ আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১ টায়। এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতাবেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
বিশ্ব একাদশ স্কোয়াডঃ শহীদ আফ্রিদি (অধিনায়ক), স্যাম বিলিংস, তামিম ইকবাল, লুক রনকি, সন্দ্বীপ লামিচান, শোয়েব মালিক, দীনেশ কার্তিক, মোহাম্মদ সামি, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান, আদিল রশিদ, টাইমাল মিলস, স্যাম কারান।

Wednesday, May 30, 2018

শেষ পর্যন্ত টেস্ট নিয়ে যে রায় দিলো আইসিসি

শেষ পর্যন্ত টেস্ট নিয়ে যে রায় দিলো আইসিসি



টেস্ট ক্রিকেট থাকছে না টস! এ নিয়ে অনেক দিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। আর এরই ইতি টেনে সমাধানে আসলেন আইসিসি ক্রিকেট কমিটি। শেষ পর্যন্ত টেস্টে টসের পক্ষেই রায় দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, টেস্টের একটি অংশ হচ্ছে টস। ২৯ মে মঙ্গলবার ভারতে ভারতের মুম্বাইয়ে অনিল কুম্বলের নেতৃত্বে টেস্ট ক্রিকেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল ক্রিকেট কমিটি।
টেস্ট যদি নাই থাকে তবে স্বাগতিক দল প্রথমেই ক্রিস ব্যবহার করবে এতে দলগুলো নিজেদের ইচ্ছেমত উইকেট বানিয়ে সফরকারী দলেকে ঘায়েল করার চেষ্টা করে। বিষয়টি সফরকারী দলের জন্য অবিচারই হয়ে যায়। কিন্তু মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে আইসিসির ক্রিকেট কমিটি বলেছে, ‘টস স্বয়ংক্রিয়ভাবেই সফরকারী দলের পক্ষে যাওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে টস টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ যা খেলার শুরু থেকেই ছিল।’
এদিকে ক্রিকেট কমিটির আলোচনায় টস ছাড়াও আরো কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসে। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ, ক্রিকেটারদের আচরণ বিধি ও বল ট্যাম্পারিংয়ের শাস্তির বিষয়টি নিয়ে বেশ কয়েকটি সুপারিশ করে কমিটি।
কমিটির বলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ জয় নয়, ম্যাচ জয় বিবেচনায় রেখে পয়েন্ট নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে টেস্ট ড্র ও জয়ের অনুপাত ০.৩৩:১ প্রস্তাব করেছে কমিটি। সেইসাথে বল ট্যাম্পারিংয়ে আরো কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে।
নির্বাচনে আসা নিয়ে মুস্তফা কামালের কথার জবাবে যা বলেলেন মাশরাফি

নির্বাচনে আসা নিয়ে মুস্তফা কামালের কথার জবাবে যা বলেলেন মাশরাফি



জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন- মঙ্গলবার (২৯ মে) দুপুরে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন ঘোষণা দেন। তবে কোন দল থেকে তারা নির্বাচন করবেন তা বলেননি মন্ত্রী।
তার এমন ঘোষণায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গণমাধ্যমকর্মীরা মাশরাফি ও সাকিবের সাথে যোগাযোগ করতে বহুবার চেষ্টা করেন। সাকিবকের সাথে যোগাযোগ করতে না পারলেও শেষপর্যন্ত মাশরাফির বক্তব্য পাওয়া যায়।
দেশের জনপ্রিয় এক অনলাইনের সাথে কথা বলেন মাশরাফি।
তিনি বলেন, ‘আসলে কামাল ভাই (আ হ মুস্তফা কামাল) যা বলেছেন, সেটা তার কথা। আমি সে সম্পর্কে কিছুই জানি না।’
আওয়ামী লীগ তথা নৌকা প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচন করবেন কি? এমন প্রশ্নের জবাবে মাশরাফির বলেন , ‘এ নিয়ে কোনো কথা বলতে চাই না আমি। প্লিজ আমাকে কিছু বলতে অনুরোধ করবেন না। এ নিয়ে আমি কিছু বলতে পারবো না।’
নড়াইলে সাড়া ফেলল ‘মাশরাফির নির্বাচন’

নড়াইলে সাড়া ফেলল ‘মাশরাফির নির্বাচন’





ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যের পর তা এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

মঙ্গলবার ঢাকায় এক সভায় পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মোস্তফা কামাল মাশরাফির জন্য ভোট চান। মাশরাফি নির্বাচনে দাঁড়ালে তাকে জিতিয়ে আনার আহ্বান জানান সবার প্রতি।

খবরটি গণমাধ্যমে প্রচারের পর নড়াইলসহ সারাদেশে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

নড়াইল সদর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শহিদুল হক মোল্যা অভিনন্দন জানিয়ে বলেছেন, "মাশরাফি মনোনয়ন পেলে তিনি এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন হবে।"

নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল সম্মিলতি সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু বলেন, "মাশরাফি একজন সৃজনশীল ও ভালো মানুষ। তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষের উপকার করে থাকেন, যা অনেকেই জানে না। তিনি যদি মনোনয়ন পান তাহলে আশা করি জেলার সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।"

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, "মাশরাফি নড়াইলের গর্বিত সন্তান। আওয়ামী লীগ যদি তাকে মনোনয়ন দেয় তাহলে জান প্রাণ দিয়ে কাজ করব এবং জয় ছিনিয়ে আনব।"

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, "নড়াইলের দুটি আসনের যে কোনো একটি থেকে আমি মনোনয়ন পাব বলে আশাবাদী। মাশরাফির মনোনয়নের ব্যাপারে বলেন, এটা দলীয় সিদ্ধান্ত।"

এ ব্যপারে জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস চন্দ্র বোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে মনোনয়ন দেন, তাহলে মাশরাফির না বলার সুযোগ নেই।"

এ ব্যাপারে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে মাশরাফির নেতৃত্বে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নামে সম্পূর্ণ সেচ্ছসেবী সংগঠন যাত্রা শুরু করে।


Tuesday, May 29, 2018

যৌন সংসর্গ নয়, কড়া বার্তা লো-র

যৌন সংসর্গ নয়, কড়া বার্তা লো-র



বিশ্বকাপ নিজেদের ঘরে রেখে দিতে জার্মানির কোচ ওয়াকিম লো-র বড় অস্ত্র হতে চলেছে শৃঙ্খলা। যার জন্য দলের উদ্দেশে কড়া নির্দেশাবলি জারি করেছেন তিনি।
লো পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পরে কোনও ভাবেই যৌন সংসর্গে লিপ্ত হতে পারবেন না ফুটবলাররা। ফলে বিশ্বকাপ চলাকালীন স্ত্রী বা বান্ধবীরা ফুটবলারদের সঙ্গে থাকতে পারবেন না। ব্রিটিশ এবং জার্মান প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, লো দলকে জানিয়ে দিয়েছেন, প্রস্তুতি শিবিরে ফুটবলারদের সঙ্গে তাঁদের স্ত্রী বা বান্ধবীরা থাকতে পারবেন। কিন্তু একবার রাশিয়ায় পা দিলে ফুটবলারদের হোটেলে কেউ ঢুকতে পারবেন না। এখানেই শেষ নয়। জার্মানির কোচ এও জানিয়ে দিয়েছেন, তিনি চান ফুটবলাররা বিশ্বকাপের একটা মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। ফলে ইনস্টাগ্রাম বা টুইটারে ওই সময় টোনি খোস, টোমাস মুলারদের কোনও পোস্ট বা ছবি দেখতে না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। লো-র মন্তব্য, ''ব্যক্তিত্বের সংঘাতের চেয়ে দলের স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ।''
তবে একটা ব্যাপারে ছাড় দিয়েছেন লো। জানা গিয়েছে, শুতে যাওয়ার আগে ফুটবলাররা যদি এক-আধ বোতল বিয়ার বা দু'এক গ্লাস ওয়াইন খান, তা হলে কোচ আপত্তি করবেন না। দলের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী লো কয়েক দিন আগেই বলেছিলেন, ''আমি বিশ্বাস করি পরপর দু'বার বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে জার্মানির।''

রাইফেলের ট্যাটু করে বিপদে স্টার্লিং-ইংল্যান্ডের অস্ত্র-বিরোধী প্রচারকরা রাহিম স্টার্লিংয়ের উপর ক্ষিপ্ত।

রাইফেলের ট্যাটু করে বিপদে স্টার্লিং-ইংল্যান্ডের অস্ত্র-বিরোধী প্রচারকরা রাহিম স্টার্লিংয়ের উপর ক্ষিপ্ত।


ইংল্যান্ডের অস্ত্র-বিরোধী প্রচারকরা রাহিম স্টার্লিংয়ের উপর ক্ষিপ্ত। ইংল্যান্ড বিশ্বকাপ দলের তেইশ বছরের এই স্ট্রাইকার তাঁর ডান পায়ে নতুন ট্যাটু করেছেন, 'এম সিক্সটিন অ্যাসল্ট রাইফেল'-এর। হয়তো বোঝাতে চেয়েছেন, তাঁর পা আসলের রাইফেলের মতোই। যা বিশ্বকাপে বিদ্ধ করবে বিপক্ষ দলকে।
কিন্তু ইংল্যান্ডের অস্ত্র-বিরোধী সংগঠনের মত, 'এটা আসলে এক ধরনের মানসিক অসুস্থতা'। তাঁরা এমনকি স্টার্লিংকে বিশ্বকাপ দল থেকেও বাদ দেওয়ার দাবি করেছেন। এই সংস্থার এক সদস্য ৬৩ বছরের লুসি কপের পুত্র আততায়ীর গুলিতে নিহত হন। স্টার্লিংয়ের কাণ্ডকারখানা দেখে এই বিক্ষুদ্ধ মহিলার প্রতিক্রিয়া, ''জানি ইনস্টাগ্রামে ওর প্রচুর অনুগামী। যাদের মধ্যে অনেক ছোট ছেলেমেয়েও আছে। তারা তো এবার রাহিমকে দেখে বন্দুকই হাতে তুলে নিতে চাইবে।''  রাহিম ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার। পেপ গুয়ার্দিওলার খুবই প্রিয়। কিন্তু বন্দুকের ট্যাটু করে নিজের দেশে এত বড় বিক্ষোভের সামনে পড়বেন হয়তো ভাবতেই পারেননি। বন্দুকের গুলিতে সন্তানহারা সেই ষাটোর্ধ্ব মহিলার আরও কড়া প্রতিক্রিয়া, ''ওর উচিত এখনই ট্যাটুটা মুছে ফেলা। বা ওটার উপরই নতুন ট্যাটু আঁকানো। তা না হলে ওকে যেন রাশিয়াতে নিয়ে না যাওয়া হয়। রাহিম ইংল্যান্ডের কলঙ্ক।'' অবশ্য সবাই অস্ত্র বিরোধীদের এই দাবি মেনে নিতে পারেননি। ইংল্যান্ডের কিংবদন্তি বক্সার ফ্রাঙ্ক ব্রুনো যেমন বলছেন, ''ওঁদের দাবি ভুল এমনটা বলছি না। কিন্তু এটা তো ব্যক্তিগত ব্যাপার। তা ছাড়া পায়ে আঁকা রাইফেল দিয়ে রাহিম তো মানুষ খুন করবে না।''
প্রসঙ্গত রাহিম এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। গত মরসুমে ম্যান সিটির প্রাক মরসুমের সফরে যুক্তরাষ্ট্রে  যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। আর এক বার নিষিদ্ধ গ্যাস সেবন করার অপরাধে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, জামাইকায় (এখানেই স্টার্লিংয়ের আদি বাড়ি) রাহিমের বাবাকে গুলি করেই হত্যা করা হয়েছিল। তখন স্টার্লিংয়ের বয়স মাত্র ছয়।

রাগবি গুরুর পরামর্শে চনমনে উইলিয়ানেরা

রাগবি গুরুর পরামর্শে চনমনে উইলিয়ানেরা


চেলসির জার্সি গায়ে ইউরোপের ক্লাব ফুটবলে সদ্য সমাপ্ত মরসুমে দাপিয়ে খেলেছেন তিনি। ব্রাজিলের সেই উইঙ্গার উইলিয়ান বোর্জেস দ্য সিলভা বিশ্বকাপে ফর্ম আরও ক্ষুরধার করতে  প্রস্তুতি নিচ্ছেন এক রাগবি গুরুর কাছে।
প্রস্তুত হচ্ছেন ব্রাজিলকে বিশ্বকাপে স্বপ্ন দেখানোর কান্ডারিও। তিনি— নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। টটেনহ্যামের প্রস্তুতি শিবিরে মঙ্গলবার খোশমেজাজে দেখা গিয়েছে নেমারকে। কখনও তিনি সতীর্থের কান টেনে দিচ্ছেন, কখনও গলা ধরে ঝুলে পড়ছেন। নেমারকে দেখে মনে হয়নি, চোট নিয়ে কোনও উদ্বেগে আছেন।   
উইলিয়ানের প্রস্তুতি পর্ব অবশ্য আগেই শুরু হয়ে গিয়েছে। এই প্রস্তুতির নেপথ্যে রয়েছেন ব্রাজিলের রাগবি দলের প্রাক্তন সদস্য অ্যালান জোসেফ। যিনি চোটের কারণে দু'বছর আগে রিয়ো অলিম্পিক্সে ব্রাজিলের রাগবি দল থেকে বাদ পড়েছিলেন। তার পর থেকে ব্যক্তিগত ভাবে ফিটনেস ট্রেনিং ও ফিজিয়োথেরাপি করান অ্যালান। গত শনিবার ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে উইলিয়ানের সঙ্গে ব্রাজিল দলের শিবিরেই দেখা করতে এসেছিলেন অ্যালান। এক বছর আগে রেস্তরাঁয় উইলিয়ানের  সঙ্গে আলাপ হয় তাঁর। তার পরেই প্রাক্তন এই রাগবি খেলোয়াড়ের সাহায্য চান উইলিয়ান।
সংবাদমাধ্যমকে অ্যালান বলেছেন, ''স্ত্রীর সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলাম। সেখানেই উইলিয়ান নিজের আসন ছেড়ে উঠে এসে বলে আমাকে ও চেনে। পারফরম্যান্স নিখুঁত করতে আমার কাছে আসতে চায়।'' অ্যালান যোগ করেন, ''তার পরে উইলিয়ানকে বিশেষ ভাবে তৈরি করেছি বিশ্বকাপের জন্য।''
কী ভাবে উইলিয়ানকে তৈরি করেছেন অ্যালান? উত্তরে উইলিয়ানের গুরু বলছেন, ''উইলিয়ান গত মরসুমে চেলসির হয়ে ৫৩টি ম্যাচ খেলেছে। এর কারণে পেশি যাতে ক্লান্ত না হয়ে পড়ে, হঠাৎ চোট না পায়— তার জন্য বিশেষ ট্রেনিং করিয়েছি। বদলে দিয়েছি খাদ্যাভ্যাসও।'' অ্যালান আরও বলেন, ''শেষ ছয় মাসে ঘুমের অভ্যাসও বদল করিয়েছি। ঘুমের অনেকগুলো স্তর আছে। এখন পঞ্চম স্তর পর্যন্ত ঘুমোয় উইলিয়ান। প্রথম ও দ্বিতীয় স্তরে 'হার্ট-রেট' কমে। তৃতীয় ও চতুর্থ স্তরে পুরুষ হরমোন বৃদ্ধি হয়। আর পঞ্চম স্তরে সারা দিনে পাওয়া নির্দেশ মস্তিষ্ক ধরে রাখে। সেই মতো শরীর চলে পরবর্তী সময়ে। এই স্তরে পৌঁছানো বেশ কঠিন। রজার ফেডেরার, ইউসেইন বোল্ট, মাইকেল ফেল্পসরা এই স্তর পর্যন্ত
রোজ ঘুমান।''
আর এই পঞ্চম স্তর পর্যন্ত উইলিয়ানকে ঘুমে ডুবিয়ে রাখতে অ্যালানকে বেশ পরিশ্রমও করতে হয়েছে। মজা করে এই প্রাক্তন রাগবি খেলোয়াড় বলছেন, ''রোজ রাত জেগে এনবিএ (বাস্কেটবল)-র ম্যাচগুলো দেখত উইলিয়ান। খেলত ভিডিও গেমসও। সেগুলো সব বকাঝকা করে বন্ধ করিয়েছি।''
উইলিয়ানও বলছেন, ''বিশেষ ধরনের ব্যায়াম, ঘুমের পদ্ধতি ও খাবারদাবার বদলে বিশ্বকাপের আগে আরও আত্মবিশশ্বাসী মনে হচ্ছে।''


আইপিএলের চোট আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে দিল মোস্তাফিজকে

আইপিএলের চোট আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে দিল মোস্তাফিজকে




আইপিএলের ম্যাচে চোট পেয়েছিলেন। আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ।

আইপিএল থেকে ফিরেছিলেন চোট নিয়েই। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট। কোচ কোর্টনি ওয়ালশ তাঁকে বিশ্রাম দিয়েছিলেন দুদিনের। কিন্তু একদিনের মাথাতেই জানা গেল বুড়ো আঙুলের সেই চোট মোস্তাফিজকে খেলতে দেবে না আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, 'গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে।' আপাতত মোস্তাফিজকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতের দেরাদুনের উদ্দেশে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা। সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০ মে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছিলেন মোস্তাফিজ। সে ম্যাচে নিজের বলে ঋষভ পন্তের একটি ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়েই পেয়েছিলেন চোটটা। প্রাথমিক চিকিৎসার পর সেদিন বোলিং অবশ্য করেছিলেন। দেশে ফিরে অনুশীলনের নেটেও এরপর বোলিং করেছেন। কিন্তু টানা বোলিং করতে গেলেই সমস্যা বোধ করছেন।

সালাহ দ্রুত সেরে উঠুক, প্রার্থনা র‌্যামোসের

সালাহ দ্রুত সেরে উঠুক, প্রার্থনা র‌্যামোসের




বিশ্বকাপে মহম্মদ সালাহ-র খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সের্খিয়ো র‌্যামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধের হাড় সরে যায় লিভারপুল তারকার। ফলে বিশ্বকাপে মিশরের হয়ে সালাহ-র খেলা নিয়েই তৈরি হয়ে যায় সংশয়। চোটের জন্য সালাহ-র ভক্তরা র‌্যামোসকেই কাঠগড়ায় তুলছেন। রিয়াল অধিনায়ক অবশ্য টুইটারে সালাহ-র দ্রুত আরোগ্য কামনা করেছেন। র‌্যামোস লিখেছেন, ''ফুটবলে ভাল-খারাপ দু'টো দিকই আছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো সালাহ। তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।''

মিশর জাতীয় দলের ডাক্তার দাবি অবশ্য দাবি করেছেন, বিশ্বকাপে সালাহ-র খেলার সম্ভাবনা উজ্জ্বল। মিশর ফুটবল ফেডারেশন টুইটারে জানিয়েছে, সালাহ-র চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আমাদের আশা, রাশিয়ায় চেনা ছন্দেই পাওয়া যাবে সালাহকে।


ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে হয়তো নেমার

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে হয়তো নেমার




বিশ্বকাপের সপ্তাহ দু'য়েক আগেই স্বস্তি ফিরল ব্রাজিল শিবিরে। জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়ে দিলেন ৩ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা উজ্জ্বল নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লিভারপুলের স্টেডিয়াম অ্যানফিল্ডে খেলবে ব্রাজিল। সোমবারই লন্ডন পৌঁছেই অনুশীলনে নেমে পড়েন নেমার, গ্যাব্রিয়েল জেসুস-রা। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের ফুটবলাররা যোগ দিচ্ছেন বুধবার।

ফরাসি লিগে গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পান নেমার। তাঁর ডান পায়ের পাতার হাড় ভেঙে যায়। প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) তারকা অস্ত্রোপচারের পরেই রিহ্যাব শুরু করে দেন। তা সত্ত্বেও তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় অব্যাহত ছিল। কিন্তু তেরেজোপোলিসে জাতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার পর থেকেই বদলাতে থাকে ছবিটা। নেমার প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে ওঠায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা তৈরি হয়। যদিও ব্রাজিল তারকা নিজে খুব একটা আশাবাদী ছিলেন না। কয়েক দিন আগেই জানিয়েছিলেন, অনুশীলন শুরু করলেও এখনও পুরো ফিট নন। কিন্তু রবিবার রাতে রিয়ো দে জেনেইরো থেকে লন্ডনের উড়ানে ওঠার আগে যাবতীয় সংশয় দূর করে দেন ব্রাজিল জাতীয় দলের ডাক্তার। তিনি বলেছেন, ''ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমার মাঠে নামবে। তবে পুরো ম্যাচ হয়তো ও খেলবে না।'' উচ্ছ্বসিত রদ্রিগো যোগ করেছেন, ''দ্রুত সুস্থ হয়ে উঠছে নেমার। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে এখনও একটা সপ্তাহ সময় আমাদের হাতে রয়েছে। এর মধ্যে ওর আত্মবিশ্বাস আরও বাড়বে। নেমার ঠিক কী অবস্থায় রয়েছে, তা এই ম্যাচেই পরীক্ষা করে দেখতে চাই।''

লন্ডন রওনা হওয়ার আগে রিয়োতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সংগ্রহশালায় গিয়েছিলেন ফুটবলাররা। পাঁচটি বিশ্বকাপ দেখে অভিভূত ফুটবলাররা। নেমারকে দেখা গিয়েছে, মুগ্ধ হয়ে ট্রফির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলেছেন, ''তিন মাস পরে চোট সারিয়ে মাঠে ফিরতে পেরে আমি দারুণ খুশি। প্রত্যেকটা দিনই উন্নতি করছি। সব চেয়ে গুরুত্বপূর্ণ, চোটের আতঙ্ক কাটিয়ে আবার আমি স্বাভাবিক হয়ে উঠেছি।''

নেমারকে নিয়ে স্বস্তি ফেরার দিনেই ব্রাজিল ভক্তদের উদ্বেগ বাড়ালেন পাগেনার লেমোস ও ডগলাস কোস্তা। ২৯ এপ্রিল ঊরুর পেশিতে চোট পেয়েছেন করিন্থিয়াস ডিফেন্ডার। এখনও বল নিয়ে অনুশীলন করতে পারছেন না তিনি। স্ট্রাইকার ডগলাসেরও চোট পেশিতে। বিশ্বকাপে দুই তারকার খেলা নিয়েই সংশয় বাড়ছে। ব্রাজিল জাতীয় দলের ডাক্তার বলেছেন, ''আশা করছি, বৃহস্পতিবার থেকে বল নিয়ে অনুশীলন শুরু করতে পারবে পাগেনার। আমাদের লক্ষ্য ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ওকে পরীক্ষা করা। যদি পাগেনার না পারে, সে ক্ষেত্রে আমাদের অন্য কিছু ভাবতে হবে।''

ব্রাজিল কোচ তিতে অবশ্য এই মুহূর্তে বিশ্বকাপ জেতা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চান না। রিয়ো থেকে উড়ানে লন্ডনের পৌঁছতে প্রায় বারো ঘণ্টা সময় লাগে। নেমারদের লন্ডন যাত্রার ভিডিয়ো প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাতে দেখা গিয়েছে, ফুটবলারদের কেউ গান শুনছেন। কেউ বই পড়ছেন। কেউ আবার ঘুমোচ্ছেন। কিন্তু ল্যাপটপ নিয়ে তিতে ব্যস্ত ছিলেন রণনীতি সাজাতে! ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেই অস্ট্রিয়া উড়ে যাবে ব্রাজিল। ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে। তার পর ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে রাশিয়া যাবেন নেমার-রা।


Monday, May 28, 2018

দেখে নিন আইপিএলে পুরস্কার প্রাপকদের তালিকা

দেখে নিন আইপিএলে পুরস্কার প্রাপকদের তালিকা




ওয়াটসনের দাপটে হায়দরাবাদকে নিয়ে কার্যত ছেলেখেলা করে মুম্বইয়ের মেগা ফাইনাল জিতল চেন্নাই। নতুন করে ওয়াটসনকে চেনা তো বটেই, এ বারের আইপিএল পেয়েছে অনেক নতুন প্রতিভাকে। আইপিএলের মঞ্চ সম্মানিতও করেছে তাঁদের অনেককে। এক নজরে দেখে নেওয়া যাক এ বারের আইপিএলে কারা কী কী পুরষ্কার পেল । 

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: এ বারের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন। ১৬ ম্যাচে ৩৫৭ রান করেছেন তিনি, নিয়েছেন ১৭ উইকেট। 

অরেঞ্জ ক্যাপ: ১৭ ম্যাচে ৭৩৫ রান করে অরেঞ্জ ক্যাপ জিতলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন

পার্পল ক্যাপ: ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে এ বারের পার্পল ক্যাপের মালিক হলেন কিংস ইলেভেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই।

স্টাইলিশ প্লেয়ার অব দ্য সিজন: এই পুরষ্কারটি পেয়েছেন দিল্লির তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ। 

সুপার স্ট্রাইকার অব দ্য সিজন: এই পুরষ্কারটিও পেয়েছেন সুনীল নারাইন।

মরসুমের সেরা ক্যাচ: এই পুরষ্কারটি পেয়েছেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট।

ফেয়ার প্লে: এই পুরষ্কারটি পেয়েছে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন: এই পুরষ্কারটিও পেয়েছেন দিল্লির তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ। ১৪ ম্যাচে ৬৮৪ রান করেছেন তিনি।

বয়স শুধুই একটা সংখ্যা, জিতে বললেন ধোনি

বয়স শুধুই একটা সংখ্যা, জিতে বললেন ধোনি




শেষ ওভারে যখন জয় প্রায় হাতের মুঠোয়, তখন থেকেই ডাগআউটের সামনে বাউন্ডারি লাইনে কাঁধে-কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়েন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু তখনও ডাগআউটের পিছনের সারিতে বসে।

নির্লিপ্ত, হিমশীতল অধিনায়ককে দেখে বোঝার উপায়ই নেই তাঁর দল  বিশ্বের সেরা ক্রিকেট লিগে তৃতীয় বার চ্যাম্পিয়ন হতে চলেছে। শুধু কি তাই? গড়াপেটায় জড়িয়ে দু'বছর নির্বাসনে থাকার পরে ফিরে এসেই চ্যাম্পিয়ন। এর চেয়ে বড় জবাব আর কী হতে পারে? ধোনির গা থেকে 'ক্যাপ্টেন কুল' তকমাটা মুছে দিতে পারল না এই পরিস্থিতিও।

অম্বাতি রায়ডুর বাউন্ডারিতে যখন ট্রফি জয়ের মুহূর্ত এল সিএসকে-র, মাঠের পাশে দাঁড়ানো ধোনির সতীর্থরা প্রত্যেকেই দৌড়লেন পিচের দিকে। গোটা ওয়াংখেড়ে তখন সমর্থকদের চিৎকারে কাঁপছে। মাঠের মাঝখানে হলুদবাহিনীর বিজয়োৎসব শুরু হয়ে যায় নায়ক শেন ওয়াটসন ও রায়ডুকে কোলে তুলে নিয়ে।

তখনও কিন্তু ধোনির মধ্যে উচ্ছ্বাসের লেশমাত্র নেই। সবার পিছনে মুখে সাফল্যের তৃপ্তিমাখা হাসি নিয়ে চেনা ছন্দেই হাঁটা শুরু করলেন মাঠের দিকে। সেই হাসি মুখে নিয়েই নিজের দলের ছেলেদের ও বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে। এর মধ্যে মাঠে ঢুকে পড়ে তাঁর কন্যা জিভাও। ধোনির হাসি চওড়া হতে দেখে মনে হল যেন জয়ের সেরা উপহারটাই পেয়ে গেলেন। জিভাকে কোলে তুলে নিলেন তিনি। সেও খুশি বাবাকে এই প্রথম ট্রফি জিততে দেখে। তার পরে শুরু দু'জনের খুনসুটি। মেয়েকে কাছে পেয়েই শুধু উচ্ছ্বসিত দেখাল সিএসকে অধিনায়ককে।

পুরস্কার নিতে এসে যখন ধোনিকে প্রশ্ন করা হয় এই সাফল্য উদযাপন করবেন কী ভাবে, তখনও তাঁর মুখে তাক লাগিয়ে দেওয়ার মতো কোনও উত্তর ছিল না। বলেন, ''কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই। কাল চেন্নাই ফিরে যাব। তার পরে সবাই মিলে উৎসব পালন করা যাবে।''

টি-টোয়েন্টিতে তারুণ্যই সব? ধোনিরা তো প্রবাদটা উল্টেই দিলেন। আইপিএলে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে ধোনি বলছেন, ''আমার কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র। বয়সের চেয়ে ফিটনেসই বেশি গুরুত্বপূর্ণ। যেমন রায়ডু। ও ৩৩, কিন্তু যথেষ্ট ফিট। সারা মাঠ জুড়ে শট মারতে পারে। যারা মাঠে বেশি দৌড়তে পারে, তাদেরই ক্যাপ্টেনরা বেশি চায়। বয়স ১৯-২০ হলে তাকে ছটফটে হতে হবে। ওয়াটসন ৩৬-এও কী করল, নিজের চোখেই তো দেখলেন।''

আগের আইপিএল জয়গুলির চেয়ে এটা বাড়তি আনন্দের কি না, জানতে চাইলে ধোনি বলেন, ''ঠিক বলতে পারব না। অনেকে পরিসংখ্যানের কথা বলেন। যেমন আজ ২৭ তারিখ, আমার জার্সির নম্বর সাত আর এটা আমাদের সপ্তম ফাইনাল। জেতার পক্ষে এগুলো যথেষ্ট। কিন্তু কোনওটাই প্রভাব ফেলেনা।''

ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর মুখেও অভিজ্ঞতার কথা। বলেন, ''চাপের মুখে যে অভিজ্ঞতাই কাজে লাগবে আমাদের, তা আগেই বলেছিলাম। ওয়াটসন সেটাই বুঝিয়ে দিল। গত দু'বছর আমরা একসঙ্গে ছিলাম না। এ বার একটা ম্যাচের পরে চেন্নাই থেকেও চলে যেতে হয় আমাদের। তবু আমাদের লক্ষ্যস্থির ছিল সারা প্রতিযোগিতায়। রবীন্দ্র জাডেজা বলেন, ''দু'বছর পরে ফিরে এসে চ্যাম্পিয়ন হওয়াটা বেশি আনন্দের।'' 


এক পায়ে খেলেই নায়ক ওয়াটসন

এক পায়ে খেলেই নায়ক ওয়াটসন




৫৭ বলে অপরাজিত ১১৭ রান। আইপিএল ফাইনালে প্রায় একাই বিধ্বংসী ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসকে জেতালেন শেন ওয়াটসন। তাঁর দুরন্ত সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদের ১৭৯ রান সিএসকে ৯ বল বাকি থাকতে তুলে নেয় । কিন্তু কে জানত গোটা সময়টা অসহ্য যন্ত্রণা সহ্য করে ব্যাটিং করে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা।

হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়াটসন নাকি হাঁটতেই পারছিলেন না। সারাক্ষণ ব্যাটিং করে যান এক পায়েই। ম্যাচের পরে তা জানান সিএসকে তারকা ডোয়েন ব্র্যাভো। তিনি বলেন, ''আমাদের এই জয়টা বিশেষ হয়ে থাকবে। গত দু'বছর আমরা একসঙ্গে খেলিনি। একটা ম্যাচ খেলার পরেই চেন্নাই থেকে আমাদের ঘরের মাঠ সরিয়ে দিতে হয়েছিল। আমরা ফোকাসটা তবু ধরে রাখতে পেরেছিলাম। আমাদের অনেকের কাছেই এটা প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা। ওয়াটসন তো হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েও এক পায়ে ব্যাটিং করে গেল। ওর অভিজ্ঞতা অনেক সাহায্য করেছে।'' ম্যাচ শেষ হতেই টুইটারেও ওয়াটসনের প্রশংসার বন্যা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, 'ওয়াটসন, বয়স যাই হোক না কেন, তার কোনও প্রভাব তোমার খেলায় পড়তে দেখা যায় না।' ফাইনালের সেরা ওয়াটসন। পাশাপাশি সুনীল নারাইন পেলেন প্রতিযোগিতার 'সুপার স্ট্রাইকার' এবং সবচেয়ে মহার্ঘ খেলোয়াড় হয়ে পেলেন গাড়ি। এ ছাড়া প্রতিযোগিতার সেরা কেন্দ্র নির্বাচিত হয়েছে ইডেন।


Sunday, May 27, 2018

ওয়াটসন ঝড়ে কাত রশিদ ম্যাজিক, তৃতীয় ট্রফি জয় করল সিএসকে

ওয়াটসন ঝড়ে কাত রশিদ ম্যাজিক, তৃতীয় ট্রফি জয় করল সিএসকে



তৃতীয় আইপিএল ট্রফি জয় করল চেন্নাই সুপার কিংস। তিন-তিনবার ট্রফি জয় করে রোহিত শর্মার রেকর্ডও ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি। 

১৭৯ রান তাড়া করতে চেন্নাই আজ নামিয়েছিল ফাফ ডু প্লেসি ও শেন ওয়াটসনকে। গত ম্যাচের নায়ক 

চলতি আইপিএলে দ্বিতীয় শতরানও করে ফেললেন শেন ওয়াটসন। ফাইনালের মঞ্চে ৫১ বলে শতরান করলেন এই অজি ব্যাটসম্যান। কাজে এল না রশিদ খান ম্যাজিক।

লড়াইটা ছিল ফাইনালের। লড়াইটা ছিল ট্রফি জয়ের। লড়াইটা ছিল সম্মানেরও। ৩৫ হাজারি ওয়াংখেড়ে স্টেডিয়ামের নীল সমুদ্র আজ আর ছিল না। সেই জায়গা নিয়েছিল হলুদ এবং কমলা বাহিনী। 

দেড় মাস ধরে চলা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্টেডিয়ামে আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ের চুড়ান্ত মঞ্চ। আর সেই চুড়ান্ত লড়াইয়ে সামিল যুযুধান দুই দল— চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ।

ট্রফি জয়ের লক্ষ্যেই আজ টসে জিতে প্রতিপক্ষ কেন উইলিয়ামসনকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি। ওয়াংখেড়ের ইতিহাস বলছে রান তাড়া করে ম্যাচ জেতা এই মাঠের নিয়ম হয়ে গিয়েছে। ধোনিও বিলক্ষণ জানতেন সেই তথ্য।

প্রথমে ব্যাট করতে নেমে প্রথমেই রান আউট হয়ে ডাগ আউটে ফেরেন ফাইনালে সুযোগ পাওয়া শ্রীবৎস গোস্বামী। চোটের কারণে ঋদ্ধিমান সাহা আজ সুযোগ পাননি। কিন্তু শিখর ধওয়নের সঙ্গে বোঝাপড়ার ভুলে সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ শ্রীবৎস। এর পর একটু আক্রমণাত্মকভাবেই ইনিংসের হাল ধরেন শিখর এবং কেন উইলিয়ামসন। ধওয়ন ২৬ রান করে আউট হলেও শাকিব-আল-হাসানের সঙ্গে ভাল পার্টনারশিপ গড়েন কেন উইলিয়ামসন। তবে তা থিতু হয়নি বেশিক্ষণ। উইলিয়ামসন(৪৭) রানে ফিরতেই রান রেট কিছুটা কমে যায় হায়দরাবাদের। আউট হয়ে যান শাকিবও(২৩)। কিন্তু ইউসুফ পঠানের মারকাটারি ৪৫ এবং কার্লোস ব্রাথওয়েট-এর ঝোড়ো ২১ রান হায়দরাবাদকে ১৭৮ রানের একটি সম্মানজনক রান খাড়া করতে সাহায্য করে। 

চেন্নাইয়ের দীপক চহার কোনও উইকেট না পেলেও লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর, কর্ণ শর্মা, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা সকলেই ১টি করে উইকেট পেয়েছেন।

আইপিএল ফাইনালের দল

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, কর্ণ শর্মা, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিদি।

সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধবন, শ্রীবৎস গোস্বামী, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, দীপক হুদা, ইউসুফ পঠান, কার্লোস ব্রেথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।


লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারালো পাকিস্তান !

লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারালো পাকিস্তান !



তিন দিনেই জয়ের পথে ছিল পাকিস্তান। কিন্তু মাঝে  জস বাটলার ডমিনিক বেসের ব্যাটিং দৃঢ়তায় দুর্দান্ত শেষ সেশন কাটিয়েছে ইংল্যান্ড। ইনিংস হারের শঙ্কা এড়িয়ে নিয়েছে লিড।
কিন্তু আজ চতুর্থ দিনে পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি ইংল্যান্ড ! অল আউট হয় ২৪২ রানে | ফলে পাকিস্তানের জন্য জয়ের টার্গেট দাঁড়ায় ৬৪ রানের যা আজহার আলী এর একমাত্র উইকেট টি হারিয়ে তুলে নেয় পাকিস্তান ! হারিস  সোহেল ৩৯ এবং ইমাম উল হক  ১৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন !
স্কোর: ইংল্যান্ড ১৮৪ ও ২৪২
পাকিস্তান : ৩৬৩ ও ৬৬/১ (১২.৪ ওভার )


আফগানদের বিপক্ষে ‘হেডকোচ’ ওয়ালশই

আফগানদের বিপক্ষে ‘হেডকোচ’ ওয়ালশই



এখনো 'প্রধান কোচ' খুঁজে পাওয়া যায়নি। শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির মতোই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিসিবি আস্থা রাখছে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ওপর 

শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে 'হেডকোচ' হিসেবে দায়িত্ব সামলেছিলেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। খুব খারাপ করেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গিয়েছিলেন প্রথমবারের মতো একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট জয়ের দ্বারপ্রান্তে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ওয়ালশের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের থেকেই 'প্রধান কোচ' বলে কিছু নেই সাকিব-তামিমদের। জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ খেলেছেন কোনো প্রধান কোচ ছাড়াই। কোচ খুঁজে পেতে দেরি হওয়ায় মার্চে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ওয়ালশকেই প্রধান কোচের দায়িত্ব পালন করতে হয়েছিল। এরপর দুই মাস কেটে গেলেও নতুন কোনো 'প্রধান কোচ' এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি।
সম্প্রতি বিসিবিকে প্রধান কোচ খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়ে ঢাকায় পা রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন। জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন প্রধান কোচ কারস্টেন খুঁজে দেবেন বলে জানিয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। ৩, ৫ ও ৭ জুন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ২৯ মে ঢাকা ত্যাগ করবে সাকিব-বাহিনী।


বাদ পড়ছেন ভাজ্জি? দেখুন আইপিএল ফাইনালে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

বাদ পড়ছেন ভাজ্জি? দেখুন আইপিএল ফাইনালে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ




তাদের মধ্যে প্রথম কোয়ালিফায়ারের লড়াইটা ছিল একেবারে সেয়ানে সেয়ানে টক্কর। ফ্যাফ দু'প্লেসির অসামান্য ইনিংসে ভর করে সেই লড়াই জেতে চেন্নাই। রবিবার আইপিএল ফাইনালে মুম্বইয়ে ফের মুখোমুখি হচ্ছে ধোনির চেন্নাই এবং উইলিয়ামসনের হায়দরাবাদ। সেই মহা লড়াইয়ের আগে কেমন হতে পারে ধোনিদের সম্ভাব্য একাদশ? দেখে নিন এক নজরে।

শেন ওয়াটসন: সানরাইজার্সের বিরুদ্ধে যে তিনটি ম্যাচ খেলেছেন, তার একটি বাদে বাকি দু'টিতে ভাল পারফর্ম করতে পারেননি এই অজি অলরাউন্ডার। আজ তাঁর কাছ থেকে একটা ভাল ওপেনিং চাইবে চেন্নাই।

ফ্যাফ দু'প্লেসি: গত ম্যাচের হিরো। ব্যাট হাতে কার্যত একাই ম্যাচ জিতিয়েছেন ফ্যাফ। আজও তাঁর কাছে থেকে তেমনই নায়কোচিত ইনিংস চাইবেন ধোনি।

সুরেশ রায়না: মোটামুটি ফর্মে থাকলেও ধারাবাহিকতা নেই রায়নার ব্যাটে। তবে ইন ফর্ম রায়না যে কোনও দলেরই ত্রাস।

অম্বাতী রায়ুডু: শেষ ম্যাচে রান না পেলেও সানরাইজার্সের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে সেঞ্চুরি আছে রায়ুডুর। আজ হয়ত তিনি ওপেনিংও করতে পারেন।

মহেন্দ্র সিংহ ধোনি: শেষ তিন-চার ম্যাচে যেন সেই দুর্দান্ত ফর্ম হারিয়েছেন ক্যাপ্টেন কুল। তবে ম্যাচ শেষ করতে এখনও ভরসা ফিনিশার ধোনিই।

ডোয়েন ব্রাভো: কখনও বল, কখনও ব্যাট হাতে দলকে সাহায্য করেছেন ব্রাভো। প্রথম একাদশে আজ তিনি নিশ্চিত।

রবীন্দ্র জাডেজা: অধিনায়ক ধোনির অন্যতম পছন্দের ক্রিকেটার। ব্যাট এবং বল হাতে শুধু ভারতীয় দলকেই নয়, ভরসা চেন্নাইয়েরও। 

দীপক চাহার: আজকের ম্যাচে বোলিং শুরুর দায়িত্ব সামলাতে পারেন। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে একটু বেশি রান দিয়েছিলেন। যদিও আজকের ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা নেই।

কর্ণ শর্মা: অলরাউন্ডার কর্ণ শর্মা আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন। বাদ পড়তে পারেন হরভজন সিংহ। ব্যাটের পাশাপাশি তাঁর লেগ ব্রেগ বিপক্ষ শিবিরকে বেগ দিতে পারে। 

শার্দুল ঠাকুর: বোলার শার্দুল ঠাকুর অবশ্যই গুরুত্বপূর্ণ। ইদানিং, আবার ব্যাটসম্যান হিসেবেও ভরসা দিচ্ছেন ।

লুঙ্গি এনগিদি: খুব ভাল ফর্মে রয়েছেন। দ্রুত উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। শুরুতে বিপক্ষ শিবিরকে ধাক্কা দেওয়ার কাজটা ভালই করছেন।

Saturday, May 26, 2018

মিশন মস্কো: ২০১৮ বিশ্বকাপের গাইড, ‘ডি’ গ্রুপে সেরা আকর্ষণ লিয়োনেল মেসি

মিশন মস্কো: ২০১৮ বিশ্বকাপের গাইড, ‘ডি’ গ্রুপে সেরা আকর্ষণ লিয়োনেল মেসি


গ্রূপ ডি
• সেরা দল: আর্জেন্তিনা
• ফিফা র‌্যাঙ্কিং: ৫
বিশ্বকাপ ইতিহাস
• প্রথম পর্বে - ১৬ বার
• সেমিফাইনালে - ৫ বার
• ফাইনালে - ৫ বার
চ্যাম্পিয়ন  -  ২ বার (১৯৭৮, ১৯৮৬)



# কী ভাবে রাশিয়ায়
খুব উদ্বেগজনক হয়ে উঠেছিল পরিস্থিতি। কনমেবল (দক্ষিণ আমেরিকা) গ্রুপে তৃতীয় হয়ে শেষ করার পরে রাশিয়ার টিকিট অর্জন নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ঘরের মাঠে ইকুয়েডর এবং প্যারাগুয়ের কাছে হার, ভেনেজুয়েলার সঙ্গে ড্র, ব্রাজিলে গিয়ে ০-৩ পর্যুদস্ত হওয়া। এর সঙ্গে ম্যানেজার নিয়ে চূড়ান্ত ডামাডোল। তিন বার পরিবর্তন হয়েছে। সেরার্দো 'তাতা' মার্তিনো, এদগার্দো বাউজার পরে দায়িত্বে এসেছেন হর্হে সাম্পাওলি। অনেকগুলি ম্যাচে লিয়োনেল মেসির অনুপস্থিতি ভুগিয়েছে। আর্জেন্তিনাকে উদ্ধার করেন অধিনায়কই। শেষ ম্যাচে ইকুয়ে়ডরের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে মেসিই নিশ্চিত করেন, রাশিয়ায় যাওয়া আটকাচ্ছে না আর্জেন্তিনার
#কোচ


#শক্তি

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রয়েছে তাদের দলে। কিন্তু এ বারের আর্জেন্তিনা দলের আসল শক্তি হচ্ছে, মেসি ছাড়াও একাধিক ভাল ফুটবলার রয়েছেন। যাঁরা প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারেন। লিয়োনেল মেসি, অ্যাঙ্খেল দি মারিয়া, সের্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন— যে কোনও দলের কাছে স্বপ্নের আক্রমণ বিভাগ। যদি তাঁরা গ্রুপ হিসেবে খেলতে পারেন, দলগত সংহতি গড়ে তুলতে পারেন, আটকানো কঠিন হতে পারে। যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচে বাজিমাত করে মানসিক শক্তি দেখিয়েছেন মেসি। সেটাই রাশিয়ায় তাঁরা দেখাতে পারলে প্রতিপক্ষদের ভয় ধরানোর মতো দল।

#দুর্বলতা

ফুটবলারদের ভূমিকা নিয়ে দলের মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে। রাশিয়া রওনা হওয়ার কয়েক দিন আগেও অনেকেই জানেন না, প্রধান জায়গাগুলোয় কে খেলবেন। এর কারণ হচ্ছে, কোচ সাম্পাওলি বিভিন্ন নকশায় খেলেছেন। একাধিকবার তাঁর ছক পাল্টেছেন। এক-এক জায়গায় এক-এক জনকে চেষ্টা করেছেন। ক্রমাগত পরিবর্তন ফুটবলারদের আত্মবিশ্বাস এবং প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে কি না, সেই প্রশ্ন থাকছে। আরও সমস্যা রয়েছে। লুকাস বিগলিয়া এবং আগুয়েরোর চোট থেকে ফেরার জন্য খুব কম সময় হাতে থাকছে। তাঁরা রাশিয়া পৌঁছে খুব বেশি তৈরি হওয়ারও সুযোগ পাবেন কি না, সন্দেহ। রক্ষণে রামিনো মোরি এবং মার্কাস রোহো দীর্ঘ সময় ধরে বাইরে। সাম্পাওলির মাঝমাঠও খুব ভাল তৈরি হয়নি। শেষ ফ্রেন্ডলি ম্যাচে স্পেনের কাছে ১-৬ গোলে হারের ধাক্কা চিন্তায় রাখছে।

#তারকা কারা



লিয়োনেল মেসি যে দলে থাকবে, তাদের তারকা কারা, তা নিয়ে আর কী বলা যেতে পারে! বার্সেলোনাকে এ বারেও তিনি প্রায় একাই টেনেছেন। বার্সার লা লিগা এবং কোপা দেল রে ট্রফি জয়ের প্রধান স্থপতি সেই তিনিই। বিশ্রাম নিয়ে তিনি আসছেন অধরা স্বপ্ন পূরণ করতে— বিশ্বকাপ জয়। বলা যেতে পারে 'নাউ অর নেভার'। অর্থাৎ, এ বারে না জিতলে আর কখনও বিশ্বকাপ জেতা হবে না তাঁর। ৩০ বছরের মেসি কি পারবেন আরও চার বছর পরের বিশ্বকাপে খেলতে? তার উপর কোপা আমেরিকা জিততে না পেরে তিনি নিজেই দেশের জার্সি তুলে রেখে অবসর নিয়ে ফেলেছিলেন। আর্জেন্তিনায় সকলের অনুরোধে ফিরে আসেন। রাশিয়ায় না জিতলে মনে হয় না আর আর্জেন্তিনার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। কোনও সন্দেহ নেই, শুধু আর্জেন্তিনা বলে নয়, রাশিয়াতে বিশ্বকাপের সব চেয়ে বড় তারকা লিয়োনেল মেসিই।

#গ্রূপের অন্যরা

• আইসল্যান্ড: মাত্র ৩৩০,০০০ জনসংখ্যা নিয়ে বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ আইসল্যান্ড। যেখানে তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সেই রাশিয়ার রাজধানী মস্কোতেই শুধুমাত্র তাদের দেশের থেকে চল্লিশ গুণ বেশি মানুষ বাস করেন। তবু তারা জায়ান্টকিলার হিসেবে পরিচিত হয়ে উঠেছে। ২০১৬ ইউরোতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল। ফিফা র‌্যাঙ্কিংও বেশ ভাল, ২২। তাদের প্রধান ফুটবলারদের মধ্যে আছেন অধিনায়ক অ্যারন গুনার্সন, জিলফি সিগুর্দসন। কোচ হেইমির হলগ্রিমিসন পেশায় দাঁতের ডাক্তার। নানা দিক থেকে রাশিয়ায় চমক হতে পারে আইসল্যান্ড। 
• ক্রোয়েশিয়া: স্বপ্নের প্রজন্ম বলা হচ্ছে ক্রোয়েশিয়ার বর্তমান দলকে। তবু রাশিয়ার যোগ্যতা অর্জন করতে হয়েছে কষ্ট করে। একেবারে শেষ দিনে ইউক্রেনকে ২-০ হারিয়ে প্লে-অফে পৌঁছয় তারা। কিন্তু গ্রুপের সেরা হয় আইসল্যান্ড। যদিও রাশিয়ায় দারুণ সব ফুটবলার নিয়ে আসছে ক্রোয়েশিয়া। মারিয়ো মাঞ্জুকিচ, ইভান রাকিতিচ, লুকা মড্রিচ যে কোনও দলের কাছে স্বপ্নের ত্রয়ী হতে পারেন। এর সঙ্গে বাড়তি আকর্ষণ এ বারে ইভান পারিসিচ। যদি এঁরা সকলে ক্লাবের ফর্ম দেখাতে পারেন রাশিয়ায়, খুবই শক্তিশালী দল হয়ে উঠতে পারে ক্রোয়েশিয়া। ফিফা র‌্যাঙ্কিং ১৮। কোচ জ্লাটকো ডালিচ যোগ্যতা অর্জন পর্বে শেষ ম্যাচের আগে দায়িত্ব নেন। ইউক্রেনকে হারানোর পরে প্লে-অফে তাঁর অধীনে ক্রোয়েশিয়া হারায় গ্রিসকে।
• নাইজিরিয়া: আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে রাশিয়ার টিকিট অর্জন করে নাইজিরিয়া। তাদের গ্রুপে ক্যামেরুন, জাম্বিয়া এবং আলজিরিয়া থাকলেও স্বচ্ছন্দেই যোগ্যতা অর্জন করে তারা। ক্যামেরুনকে ৪-০ হারানোর মধ্যে ছিল পুরনো নাইজিরিয়ার আধিপত্য। সব ঠিক থাকলে 'সুপার ঈগল্‌স' কিন্তু ভয় ধরানোর মতো দল।গত নভেম্বরে রাশিয়াতেই একটি ফ্রেন্ডলিতে সেটা টের পেয়েছিল আর্জেন্তিনা। ০-২ পিছিয়ে পড়েও ৪-২ জেতে নাইজিরিয়া। প্রধান তারকা অবশ্যই জন ওবি মিকেল।


আইপিএলের ফাইনালে শেষ হাসি কার? নজরে আজ ধোনি বনাম রশিদ দ্বৈরথ

আইপিএলের ফাইনালে শেষ হাসি কার? নজরে আজ ধোনি বনাম রশিদ দ্বৈরথ



প্রথম জন, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে চিরকালীন নায়ক। সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার। যিনি আরও একটি আইপিএল ট্রফির অপেক্ষায়।
দ্বিতীয় জন, আন্তর্জাতিক ক্রিকেটের নতুন বিস্ময়। যিনি ভারতীয় ক্রিকেটভক্তদের ভালবাসা আদায় করে নিতে পেরেছেন। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, বছর কুড়ির ছেলেটিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। প্রথম বার আইপিএল ট্রফি হাতে তোলার অপেক্ষায় রয়েছেন তিনি।
মহেন্দ্র সিংহ ধোনি এবং রশিদ খান। দুই ক্রিকেট প্রজন্মের দুই মুখের লড়াই এ বারের আইপিএল ফাইনালের বড় বক্স অফিস হতে চলেছে। আজ, রবিবার, ওয়াংখেড়েতে এই দুই ক্রিকেট তারকার দ্বৈরথই হয়তো বা ঠিক করে দেবে কোন দলের হাতে ট্রফি উঠবে— সানরাইজার্স হায়দরাবাদ না চেন্নাই সুপার কিংস।  দু'বছর নির্বাসনে থাকার পরে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাইয়ের। ফর্মে থাকা ধোনির হাত ধরে উঠেছে ফাইনালেও। আর খেলা হবে সেই ওয়াংখেড়েতে, যেখানে বছর সাতেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ছয় মেরে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন ধোনি।
দু'বছর পরে সিএসকের জার্সি গায়ে আইপিএল খেলতে নেমে তিনি যে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তা স্বীকার করে নিচ্ছেন 'ক্যাপ্টেন কুল'। শনিবার সাংবাদিক বৈঠকে এসে ধোনি বলেন, ''প্রথম দিকে আমরা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার পরে আবেগের চেয়ে পেশাদার হওয়াটা বেশি জরুরি হয়ে পড়ে।'' ধোনি আরও বলছেন, ''আমাদের সমর্থকেরা অনেক দিন অপেক্ষা করে আছে। আমাদের থেকে ফাইনালে ভাল ক্রিকেট চায় ওরা।''
ধোনির কাছে জানতে চাওয়া হয়, হরভজন সিংহকে কেন তিনি পুরো কোটা বল দিচ্ছেন না অনেক ম্যাচে? যার জবাবে সিএসকে অধিনায়ক বলেছেন, ''আমার বাড়িতে অনেক গাড়ি আর মোটরবাইক আছে। কিন্তু সব সময় তো সব ক'টায় আমি চাপি না। সে রকমই, পরিস্থিতি অনুযায়ী কোন বোলারকে বল দিতে হবে, সেটা ঠিক করতে হয়।''
সিএসকে সমর্থকদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে রশিদের লেগস্পিন। রশিদের বোলিংয়ের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর এবং শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরাও। সচিন টুইট করেন, 'সব সময়ই মনে হয়েছে, রশিদ বেশ ভাল স্পিনার। কিন্তু এখন বলব, এই ফর্ম্যাটে রশিদই সেরা।' ওয়ার্ন লিখেছেন, 'আইপিএলে বিভিন্ন লেগস্পিনারকে দেখতে খুব ভাল লাগছে। তবে রশিদকে বল করতে দেখে গর্ব বোধ করছি।'
সোশ্যাল মিডিয়ায় রশিদকে যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবি উঠেছে, তা কানে গিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি টুইট করেন, 'রশিদ খান আফগানিস্তানের গর্ব। ক্রিকেট দুনিয়ার সম্পদ। না, আমরা রশিদকে দেব না।'

পারলেন না সালাহ, বেলের অবিশ্বাস্য গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

পারলেন না সালাহ, বেলের অবিশ্বাস্য গোলে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ



দুই ভিন্ন লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেমেছিলেন দুই ফুটবল ম্যানেজার।
রিয়াল মাদ্রিদের ফুটবল ম্যানেজার জিনেদিন জিদানের সামনে হাতছানি ছিল টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে হ্যাটট্রিক করার। রিয়ালের এই 'ট্রায়ো ডেসিমা' (স্পেনীয় এই শব্দের অর্থ ত্রয়োদশ বার) অভিযানের সামনে লিভারপুলের জার্মান ম্যানেজার য়ুর্গেন ক্লপের আবার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাঁর কোচিং-শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।
শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে হাসি মুখে চ্যাম্পিয়ন্স লিগ হাতে তুললেন রিয়াল ম্যানেজার জিদান। আর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের টানা তিন মরসুম জয়ের দিনে ক্লপকে সন্তুষ্ট থাকতে হল রানার্স হয়েই।


কিয়েভে এ দিন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছিল নাটকীয়তায় পূর্ণ। প্রথমার্ধেই যে বিশ্ব ফুটবলের দুই বিখ্যাত ম্যানেজারের দুই অস্ত্র চোটে কাবু হয়ে মাঠ ছাড়বেন, তা কে জানত! আর তার পরে পরিবর্ত হিসেবে নেমে গ্যারেথ বেলের দর্শনীয় জোড়া গোল। লিভারপুল গোলকিপারের ব্যর্থতায় আর একটি গোল করলেন করিম বেঞ্জেমা। যা দেখে ধারাভাষ্যকাররা হাসতে হাসতে বলেই ফেললেন, ''কী মজাদার গোল।''
এই ম্যাচের আগে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন দু'জন। লিভারপুলের মহম্মদ সালাহ এবং রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সালাহ চোট পেয়ে বেরিয়ে গেলেন। আর রোনাল্ডো গোল পাননি। এই দুই নায়কের জন্য তৈরি মঞ্চে দর্শনীয় দু'টি গোল করে ম্যাচের নায়ক বেল। যিনি রিয়ালের প্রথম দলে সুযোগই পাননি চ্যাম্পিয়ন্স লিগের গত কয়েকটি ম্যাচে।
 সালাহ বেরিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পায়ের পেশিতে চোট পেয়ে বেরিয়ে গেলেন রিয়াল রাইট ব্যাক ড্যানি কার্ভাহাল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন করিম বেঞ্জেমা। কিন্তু রিয়াল সমর্থকদের সেই গোলের আনন্দ মিলিয়ে যাওয়ার আগেই লিভারপুলের হয়ে সমতা ফেরান সাদিও মানে। তার পরেই বেল নেমে গোল করলেন দর্শনীয় ব্যাকভলিতে। তাঁর অপর গোল দূরপাল্লার শটে।
ক্লপ শুরু থেকেই অতি-আক্রমণাত্মক ফুটবল খেলিয়ে চেপে ধরেছিলেন রিয়াল রক্ষণকে। প্রথম কুড়ি মিনিটেই মার্সেলো-সের্খিও র‌্যামোসদের রক্ষণে ত্রাহি-ত্রাহি রব তুলে দিয়েছিলেন লিভারপুলের ত্রিফলা— সাদিও মানে, রবের্তো ফির্মিনো এবং মহম্মদ সালাহ। কিন্তু ম্যাচের তিরিশ মিনিটের মাথায় ক্লপের প্রধান অস্ত্র সালাহকে ট্যাকল করতে গিয়ে মিশরীয় ফুটবলারটির ডান হাত চেপে মাটিতে ফেলে দেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার র‌্যামোস। প্রাথমিক শুশ্রূষার পরে উঠে দাঁড়িয়ে মাঠেও নামেন সালাহ। কিন্তু মিনিট খানেক পরেই কাঁধের যন্ত্রণায় মাঠে শুয়ে কাতড়াতে থাকেন তিনি। মাঠে ছুটে যান লিভারপুল চিকিৎসক। কিন্তু চোটের গুরুত্ব বুঝে আর তাঁকে মাঠে রাখার ঝুঁকি নেননি ক্লপ। সালাহকে তুলে নিয়ে তাঁর জায়গায় নামান অ্যাডাম লাল্লানাকে। এই চোটের ফলে সালাহর বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর ঠিক পাঁচ মিনিট পরেই ডান পায়ের পেশিতে চোট পেয়ে বেরিয়ে যান রিয়াল রাইট ব্যাক কার্বাহাল।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে গত এক সপ্তাহেই এক লাফে বেড়ে গিয়েছিল শহরের বিভিন্ন হোটেলের ভাড়া। রাতারাতি কিছু কিছু হোটেলের ভাড়া বেড়ে যায় এক হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ নব্বই হাজার টাকার কিছু বেশি। যা নিয়ে ইতিমধ্যেই সফরকারী ফুটবল পর্যটকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশেকো।