Saturday, May 19, 2018

হেরে বিরাটদের বিদায়, ভেসে থাকল রাজস্থান

SHARE


জয়পুরে হারলেই এ বারের মতো আইপিএল অভিযান শেষ। এই পরিস্থিতিতে খেলতে নেমে শনিবার বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩০ রানে হারাল অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালস।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য এই ম্যাচের আগেই ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন রাজস্থানের  দুই নির্ভরযোগ্য ক্রিকেটার ওপেনার জস বাটলার এবং অলরাউন্ডার বেন স্টোকস। কিন্তু তা সত্ত্বেও কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ করলেন রাজস্থান অধিনায়ক রাহানে। বেঙ্গালুরুর দলটিকে তিনি হারালেন বেঙ্গালুরুরই দুই ভূমিপুত্রের পারফরম্যান্সের সৌজন্যে। প্রথম জন লেগস্পিনার শ্রেয়স গোপাল। পার্থিব পটেল (৩৩), এবি ডিভিলিয়ার্স (৫৩), মইন আলি (১) এবং মনদীপ সিংহ (৩)-কে আউট করে ১৬ রানে চার উইকেট নিলেন তিনি। আর দ্বিতীয় জন কৃষ্ণাপ্পা গৌতম শেষ ওভারে পাঁচ বল খেলে করলেন ১৪ রান। যার মধ্যে রয়েছে পর পর দুই বলে ছক্কা।

এ ভাবে আইপিএল অভিযান শেষ হওয়ায় আরসিবি অধিনায়ক বিরাট কোহালি হতাশ। বলছেন, ''অবিশ্বাস্য ভাবে ম্যাচটা থেকে ছিটকে গেলাম আমরা। ৭৫-১ থেকে যে ম্যাচটা হেরে যাব, তা ভাবতে পারিনি। এবি (ডিভিলিয়ার্স) লড়ছিল। কিন্তু ওকে যোগ্য সহযোগিতা করতে পারেনি আমাদের মিডল অর্ডার। রোজ রোজ তো ও আর ম্যাচ জেতাতে পারবে না! আগামী বছর আমাদের দলের মিডল অর্ডার পোক্ত করতে হবে। যা এ বার ছিল না। আইপিএলের বাকি দলগুলোর জন্য শুভেচ্ছা রইল।''

আর নিজের শহরের দলকে হারিয়ে রাজস্থান রয়্যালসের বোলার শ্রেয়স গোপাল বলে গেলেন, ''এ রকম একটা ম্যাচে দলকে জেতাতে পেরে দারুণ লাগছে। উইকেটে বল ঘুরছিল। সঙ্গে আমার সঙ্গী লেগস্পিনার ইশ সোধির পরামর্শ। দুইয়ে মিলে গুগলি আর ফ্লিপারগুলো কাজ করায় এই সাফল্য।

টসে জিতে এ দিন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে। বাটলার না থাকায় এ দিন তাই রাহুল ত্রিপাঠি (৮০)-র সঙ্গে ইনিংস ওপেন করেন জোফ্রা আর্চার (০)। কোনও রান পাননি সঞ্জু স্যামসনও। কিন্তু অজিঙ্ক রাহানে (৩৩) ও হেনরিখ ক্লাসেন (৩২) রান পাওয়ায় , নির্ধারিত কুড়ি ওভারে রাজস্থানের ইনিংস শেষ হয় ১৬৪-৫। ২৫ রানে তিন উইকেট নেন উমেশ যাদব। জবাবে শুরুতেই বিরাট কোহালি (৪)-কে ফিরিয়ে দিয়ে বেঙ্গালুরুকে ধাক্কা দেন কৃষ্ণাপ্পা গৌতম। কিন্তু তার পরেও ডিভিলিয়ার্স ও পার্থিব মিলে স্কোরবোর্ডে ৭৫ রান যোগ করেন। কিন্তু এর পরেই বেঙ্গালুরু ইনিংসে ধস নামান শ্রেয়স। পরের ৪১ বলে আরসিবি যোগ করে ৩৩ রান।  প্যাভিলিয়নে ফেরেন সাত ব্যাটসম্যান। শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই ১৩৪ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। ম্যাচ জিতে রাজস্থান অধিনায়ক রাহানে বলছেন, ''এই জয়টা দরকার ছিল। আরসিবির ব্যাটিং শক্তিশালী হলেও জানতাম এই উইকেটে ১৬০ তুলতে পারলেই বিপক্ষের চাপ বাড়বে। মাঝের ওভারগুলোতে বোলাররা দারুণ বল করেছে।''


SHARE

Author: verified_user

0 comments: