Saturday, May 19, 2018

ন্যানিকে ছাড়াই রাশিয়া যাবেন রোনালদোরা!

SHARE


রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রায় সবগুলো দেশই দিয়ে দিয়েছে তাদের প্রাথমিক দল। কদিন আগে পর্তুগাল জানিয়েছিল তাদের ৩৫ সদস্যের প্রাথমিক দল। বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা এবার জানাল চূড়ান্ত করল ২৩ সদস্যের স্কোয়াড। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার ন্যানির!

শুধু ন্যানিই নয়, ক্রিস্টিয়ানো রোনালদোরা ২০১৮ বিশ্বকাপে পা রাখছেন ইউরো পর্তুগালকে ইউরো জেতানো গোল করা সেই এডেরকে ছাড়াi। তরুণ রেনাতো সানচেজ ও বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রে গোমেজও যায়গা পায়নি কোচ ফার্নেন্দো সান্তোসের সেরা ২৩ জনের দলে।

ইউরোতে যেমন একাই দলপতি রোনালদো একাই ছিলেন তারকা। এবার রাশিয়া বিশ্বকাপেও হতে যাচ্ছে তেমনটাই। দলের নেতৃত্বে তো থাকছেনই সঙ্গে আক্রমণভাগে দলকে এগিয়ে নিতে হবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকাকেই।

রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের ২৩ সদস্যের চুড়ান্ত দল:    

গোলরক্ষক : অ্যান্থনি লোপেজ, বেতো ও রুই পাত্রিসিও।

ডিফেন্ডার : ব্রুনো আলভেজ, সেদরিক সোয়ারেস, হোসে ফন্টে, মারিও রুই, পেপে, রাফায়েল গুরেরো, রিকার্ডো ও রুবেন দিয়াজ।

মিডফিল্ডার : আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, হোয়াও মৌতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ ও উইলিয়াম কারভালহো।

ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক), আন্দ্রে সিলভা, বার্নান্ডো সিলভা, জেলসন মার্টিনস, গনসালো গুইদেস ও রিকার্দো কুরেজমা।


SHARE

Author: verified_user

0 comments: