Saturday, June 16, 2018

গোলরক্ষকদের জন্য আরামদায়ক এক ম্যাচ ।

SHARE

বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম ৪৫ মিনিটে দুই দলেরই গোলে শট নিতে না পারার এমন ঘটনা সর্বশেষ দেখা গেছে ২০১৪ সালে। গোলরক্ষকদের জন্য আরামদায়ক এমন এক ম্যাচ সেবার মেক্সিকোর বিপক্ষে খেলেছিল ক্রোয়েশিয়া।



দুই দল অসংখ্যবার চেষ্টা করে লক্ষ্যে রাখতে পেরেছে মোটে দুটি করে শট।কালিনিনগ্রাদ স্টেডিয়ামে শনিবার শুরুর দিকে দূর পাল্লার শটে  নাইজেরিয়ার প্রতিরোধ ভাঙার চেষ্টা করে ক্রোয়েশিয়া। তাতে খুব একটা কাজ হয়নি। অপেক্ষার অবসান হয় ৩২তম মিনিটে। মদ্রিচের কর্নারে ইভান স্ট্রিনিচের হেড খুঁজে পায় মানজুকিচকে। ইউভেন্তুসের এই ফরোয়ার্ডের নিচু হেড চলে যাচ্ছিল বাইরে। কিন্তু নাইজেরিয়ার অঘেনেকারো এতেবোর পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। নাইজেরিয়ার জালে গত বিশ্বকাপের শেষ গোলটিও ছিল আত্মঘাতী।



একটি কর্নারের সময় মানজুকিচকে উইলিয়ামস ট্রস্ট-একং পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে রাখলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পোস্ট ঘেঁষে গড়ানো জোরালো স্পট কিকে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মদ্রিচ।

ফলাফল : নাইজেরিয়া ০ - ২ ক্রোয়েশিয়া


SHARE

Author: verified_user

0 comments: