Tuesday, June 19, 2018

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা। নতুন মুখ আবু জায়েদ ।

SHARE


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আজ বিসিবি  দল ঘোষণা করেছে  । ১৫ জনের দলে চমক বলতে আবু জায়েদ। ২৪ বছর বয়সী পেসার এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্ট দলে।

তবে দলে ফিরিয়ে আনা হয়েছে দেড় বছর আগে হটাৎ সুযোগ পেয়ে একমাত্র টেস্ট খেলা নাজমুল হোসেন শান্ত । অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে প্রথম খবরের শিরোনাম হওয়া  এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে ,যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। হাই পারফরম্যান্স ও 'এ' দলে আলো ছড়িয়ে ,বয়সভিত্তিক পর্যায় থেকে সব ধাপ পার হয়ে, পারফর্ম করে, মোটামুটি প্রস্তুত হয়ে তিনি এলেন টেস্ট দলে।

তাকে নিয়ে টেস্ট ক্রিকেটেই বেশি আশা বাংলাদেশের। ধ্রুপদি একজন টেস্ট ব্যাটসম্যান পাওয়ার স্বপ্ন পূরণের অন্যতম বাজি তিনি।



এছাড়াও টেস্ট দলে ফেরানো হয়েছে কামরুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন,ও নুরুল হাসান'কে।

টেস্ট দলে জায়গা হারিয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন।

দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
আগামী ৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম।




SHARE

Author: verified_user

0 comments: