Tuesday, June 19, 2018

এবার কলম্বিয়া'কে হারালো জাপান !

SHARE


এশিয়ার কোনো দেশ বিশ্বকাপে এই প্রথম দক্ষিণ আমেরিকার কোনো দেশকে হারাল।

'এইচ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে জেতে জাপান। এ জয়ে গত ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ৪-১ গোলে হারের মধুর প্রতিশোধও নিল এশিয়ার দলটি।

খেলার ষষ্ঠ মিনিটে শিনজি কাগাওয়ার সফল স্পট কিকে এগিয়ে যায় জাপান। ৩৯ মিনিটে অবশ্য সেই গোল ফিরিয়ে দিয়েছিলেন হুয়ান কিন্তেরো। ৭৩ মিনিটে দারুণ এক হেডে ইয়ুয়া ওসাকা জাপানকে এগিয়ে দিলেন আরেকবার। সেই অগ্রগামিতা ধরে রেখেই ম্যাচ শেষ করেছে এশিয়ার দলটি।



ফলাফল : জাপান ২-১ কলম্বিয়া 


SHARE

Author: verified_user

0 comments: