Saturday, May 19, 2018

এবার কি সাফল্য পাবে ‘স্পোর্টিং আর্মস’?

SHARE


লা লিগার ব্যর্থতার পর এবার রিয়াল মাদ্রিদের চোখ চ্যাম্পিয়নস লিগের দিকে। লিভারপুলের বিপক্ষে ফাইনালের ম্যাচে জিনেদিন জিদান শিবিরের সামনে দারুণ সুযোগ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের। সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে রিয়াল শিবির। তবে রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলও উঠেছে ইউরো লিগের ফাইনালে। বিপত্তি এখানেই! চ্যাম্পিয়নস লিগ ও ইউরো লিগের শিরোপার স্বাদ একই মৌসুমে পাওয়া হয়নি রিয়াল শিবিরের দুই 'স্পোর্টিং আর্মসের'!
রিয়াল মাদ্রিদ ফুটবল দল সেমি-ফাইনালের আগেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের দরজা উন্মুক্ত করে রেখেছিল। আগামী ২৭ মে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অন্যদিকে, ইউরো লিগে সিএসকে মস্কোকে সেমি-ফাইনালে ৮৩-৯২ ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদ বাস্কেটবল দল ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালের ম্যাচে তাঁরা মুখোমুখি হবে ফেনেরবাসের বিপক্ষে।
এর আগে তিন মৌসুম রিয়াল মাদ্রিদ বাস্কেটবল ও ফুটবল দল যথাক্রমে  ইউরো লিগ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও এক দলকে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে। দুই দল একই বছরে শিরোপার স্বাদ পায়নি।
১৯৬২ সালে সবচেয়ে বাজে পরিস্থিতির শিকার হয়েছিল রিয়াল মাদ্রিদ। সে বছর রিয়াল ফুটবল দল ফাইনালে বেনফিকার বিপক্ষে ও বাস্কেটবল দল দিনামো বিলিসির কাছে পরাজিত হয়। ১৯৬৪ সালে বাস্কেটবল দল সিএসকে মস্কোকে পরাজিত করতে পারলেও ফুটবল দল চ্যাম্পিয়নস লিগে  ইন্টার মিলানের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরে যায়। সাম্প্রতিক ঘটনা ঘটেছে ২০১৪ সালে। দু'দলই ফাইনাল নিশ্চিত করেছিল। ফুটবল দল আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলেও, বাস্কেটবল দল হেরে যায় মাকাবি টেল আবিবের কাছে।
অতীতের এমন ধারাবাহিকতা চলতে থাকলে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদকে হয়তো মৌসুম শেষ করতে হবে মিশ্র অনুভূতি নিয়েই।

SHARE

Author: verified_user

0 comments: