Friday, June 22, 2018

নাইজেরিয়া'র জয়ে টিকে রইলো আর্জেন্টিনার নক আউট পর্বে যাওয়ার আশা।

নাইজেরিয়া'র জয়ে টিকে রইলো আর্জেন্টিনার নক আউট পর্বে যাওয়ার আশা।



মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে ২-০ গোলে হারাল নাইজেরিয়া ।

জমে উঠেছে Group D ! ২ টা করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে  ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া ! 

আর্জেন্টিনাকে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দুই ম্যাচের ফলের ওপর। আগুয়েরো শেষ ম্যাচ জয়ের চেষ্টার প্রতিশ্রুতি দিলেন।



Tuesday, June 19, 2018

এবার কলম্বিয়া'কে হারালো জাপান !

এবার কলম্বিয়া'কে হারালো জাপান !



এশিয়ার কোনো দেশ বিশ্বকাপে এই প্রথম দক্ষিণ আমেরিকার কোনো দেশকে হারাল।

'এইচ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে জেতে জাপান। এ জয়ে গত ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ৪-১ গোলে হারের মধুর প্রতিশোধও নিল এশিয়ার দলটি।

খেলার ষষ্ঠ মিনিটে শিনজি কাগাওয়ার সফল স্পট কিকে এগিয়ে যায় জাপান। ৩৯ মিনিটে অবশ্য সেই গোল ফিরিয়ে দিয়েছিলেন হুয়ান কিন্তেরো। ৭৩ মিনিটে দারুণ এক হেডে ইয়ুয়া ওসাকা জাপানকে এগিয়ে দিলেন আরেকবার। সেই অগ্রগামিতা ধরে রেখেই ম্যাচ শেষ করেছে এশিয়ার দলটি।



ফলাফল : জাপান ২-১ কলম্বিয়া 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা। নতুন মুখ আবু জায়েদ ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা। নতুন মুখ আবু জায়েদ ।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আজ বিসিবি  দল ঘোষণা করেছে  । ১৫ জনের দলে চমক বলতে আবু জায়েদ। ২৪ বছর বয়সী পেসার এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্ট দলে।

তবে দলে ফিরিয়ে আনা হয়েছে দেড় বছর আগে হটাৎ সুযোগ পেয়ে একমাত্র টেস্ট খেলা নাজমুল হোসেন শান্ত । অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে প্রথম খবরের শিরোনাম হওয়া  এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে ,যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড। হাই পারফরম্যান্স ও 'এ' দলে আলো ছড়িয়ে ,বয়সভিত্তিক পর্যায় থেকে সব ধাপ পার হয়ে, পারফর্ম করে, মোটামুটি প্রস্তুত হয়ে তিনি এলেন টেস্ট দলে।

তাকে নিয়ে টেস্ট ক্রিকেটেই বেশি আশা বাংলাদেশের। ধ্রুপদি একজন টেস্ট ব্যাটসম্যান পাওয়ার স্বপ্ন পূরণের অন্যতম বাজি তিনি।



এছাড়াও টেস্ট দলে ফেরানো হয়েছে কামরুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন,ও নুরুল হাসান'কে।

টেস্ট দলে জায়গা হারিয়েছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন।

দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
আগামী ৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম।




Sunday, June 17, 2018

চিত্রপরিচালক গোলরক্ষক আটকে দিলেন মেসিকে

চিত্রপরিচালক গোলরক্ষক আটকে দিলেন মেসিকে




এক জন ম্যাচের পরে মাথা নিচু করে মাঠে দাঁড়িয়ে। অন্য জনকে ম্যাচ চলার সময় দেখা গিয়েছে, কখনও হতাশায় মাথায় হাত দিচ্ছেন। কখনও চোখ মুছছেন।

দুই কিংবদন্তি। শনিবার মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচের পরে যাঁদের এক বিন্দুতে নিয়ে এল একটা শব্দ— যন্ত্রণা। তাঁরা, লিয়োনেল মেসি এবং দিয়েগো মারাদোনা।

রাশিয়া বিশ্বকাপ সবে তৃতীয় দিনে পা দিয়েছে। কিন্তু এই তিন দিনেই নাটকীয়তা যেন উপচে পড়ছে। তৃতীয় দিনে দেখা গেল মেসির পেনাল্টি ফস্কানো। টিভি-তে দেখা গিয়েছে, আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে চোখ মুছছেন মারাদোনা।  




যে পেনাল্টি ফস্কানোর সঙ্গে সঙ্গে ফুটবল দুনিয়ার পাশাপাশি ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। বলা হচ্ছে, ৩৪ বছর বয়সি এক জন চিত্রপরিচালককেও হার মানাতে পারলেন না মেসি। চিত্রপরিচালক মানে এখানে আইসল্যান্ডের গোলরক্ষক হ্যাননেস থর হ্যালদরসন। যিনি এক জন চিত্রপরিচালকেও।

মেসির পেনাল্টি আটকে দেওয়ার পিছনে কতটা ভাগ্য আর কতটা প্রস্তুতি? হ্যাল়দরসন বলেছেন, ''প্রথম ম্যাচেই মেসির পেনাল্টি কিক বাঁচাব, এটা স্বপ্নেই সম্ভব। তবে আমি অনেক প্রস্তুতি নিয়েই এসেছিলাম। মেসির পেনাল্টি মারার ভিডিয়ো দেখে তৈরি হয়েছিলাম। আমার মনে হয়েছিল, কিকটা মেসি ও দিকেই নেবে।''

আর এল এম টেন কী বলছেন? ম্যাচের পরে মেসির প্রতিক্রিয়া, ''পেনাল্টি ফস্কানোটা সত্যিই খুব যন্ত্রণার।'' তিনি আরও বলেন, ''তিন পয়েন্ট না পাওয়ার জন্য আমিই দায়ী। ওই সময় পেনাল্টিেত গোলটা হয়ে গেলে পুরো ছবি বদলে যেত।'' তবে মেসি এও বলেছেন, ''এই ম্যাচ ড্র করলেও আশা ছাড়ছি না। আমাদের পরের ম্যাচের জন্য ৈতরি হতে হবে।''


আজ মাঠে বিশ্বচ্যাম্পিয়নরা, নয়্যার নিয়ে স্বস্তি

আজ মাঠে বিশ্বচ্যাম্পিয়নরা, নয়্যার নিয়ে স্বস্তি

মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বসেরাদের কাপ অভিযান শুরুর চব্বিশ ঘণ্টা আগেও জার্মানির কোচ ওয়াকিম লো বলতে পারলেন না, তাঁর প্রথম এগারো কী হবে। ''দলের সব ফুটবলার সুস্থ। মেসুত ওজিল এই সপ্তাহে দু'বার বাড়তি অনুশীলন করেছে। আজ রাতে চূড়ান্ত দল নিয়ে সিদ্ধান্ত নেব। আসলে এখনও কয়েকটা জায়গা নিয়ে ভাবছি,'' সাংবাদিক বৈঠকে
বললেন লো।

মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচে মানুয়েল নয়্যারই গোলরক্ষা করবেন কি না জানতে চাওয়া হলে লো-র জবাব, ''নয়্যারকে নিয়ে আমি খুশি। দু'টো ম্যাচ খেলে অনেকটাই ও আত্মবিশ্বাসী। গোলপোস্টের নীচে ওর কথাই ভাবছি।''



ওয়াকিম লো একা নন। সাংবাদিক সম্মেলনে তিনি নিয়ে এসেছিলেন তাঁর নির্ভরযোগ্য মিডফিল্ডার জুলিয়ান ডাক্সলারকেও। প্যারিস সাঁ জারমাঁ-র এই ফুটবলার বললেন, ''শেষ বিশ্বকাপ দলের অনেক ফুটবলার এ বার নেই। অনেকে অবসর নিয়েছে।। কেউ কেউ সুযোগ পায়নি। কিন্তু অনেকে না থাকলেও, রাশিয়ায় আমরা বেশ কয়েক জন নতুন সম্ভাবনাময়কে নিয়ে এসেছি। সঙ্গে আছে গত বারের বিশ্বজয়ী দলের অনেকেও। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। কোনও দলাদলি-ভাগাভাগি নেই।'' গত বছর কনফেডারেশনস কাপে রাশিয়ায় এই মেক্সিকোকেই ৪-১ হারিয়েছিল জার্মানি। ডাক্সলার কিন্তু মনে করেন না যে সেই জয়ের নিরিখে রবিবারও তাদের ফেভারিট বলা যাবে। তাঁর মন্তব্য, ''বিশ্বকাপের সঙ্গে কনফেডারেশনস কাপের কোনও তুলনাই হতে পারে না। তাই সে বার আমাদের ৪-১ গোলে জেতা নিয়ে বেশি ভাবার কিছু নেই। হতে পারে সে বারের মেক্সিকো দলে অনেক দুর্বলতা ছিল। কিন্তু বিশ্বকাপেও তা থাকবে তার কোনও মানে নেই।''

প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো যে রীতিমতো আক্রমণাত্মক তা আগেই বলেছিলেন, জার্মান দলের আর এক তারকা জেহোম বোয়াটেং। তাঁর কথায়, ''মেক্সিকো আক্রমণে ঝড় তুলতে অভ্যস্ত। আমাদের বিরুদ্ধেও নিশ্চয়ই সেটাই করবে। এটা মাথায় রেখেই তৈরি থাকব। কিন্তু আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজেদের আসল খেলাটা খেলা।'' বলা হচ্ছে, এ বারের জার্মান দলের মতো এতটা ঝামেলায় অতীতে কোনও দল ছিল না। লেরয় সানে, মারিও গোতজেকে বাদ দিয়ে সমালোচিত হয়েছেন ওয়াকিম লো। মেসুত ওজিল, ইলখাই গুন্ডোয়ান তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। যার রেশ এখনও চলছে। ওজিলরা যেখানেই খেলছেন সেখানেই তাঁদের বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে। বিরক্ত লো কাতর আবেদন  করেছেন জার্মান সমর্থকদের কাছে। বলেছেন, ''অন্তত বিশ্বকাপের সময় যেন ওজিলদের শান্তিতে খেলতে দেওয়া হয়।''

জার্মানির রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টোনি খোস অবশ্য এ সবকে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর পরিষ্কার কথা, ''ফুটবল খেলতে এসেছি। সেটাই খেলব।'' আর বোয়াটেংয়ের কথা, ''আমাদের দরকার আগুন। এই দুটো থাকলেই প্রতিটি ইঞ্চির জন্য আমরা লড়ে যাব। ''

জার্মানির মতোই এ বার অনায়াসে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মেক্সিকো। এই নিয়ে টানা সাত বার তারা বিশ্বকাপে খেলবে। দলের সব চেয়ে বড় তারকা রাফায়েল মারকুয়েজ এই বিশ্বকাপের পরেই অবসর নেবেন। জার্মানির লোথার ম্যাথুজের মতো তিনিও এই নিয়ে পাঁচটি বিশ্বকাপে খেলবেন। এ দিকে বিশ্বকাপ শুরুর আগে মেক্সিকোর নয় জন ফুটবলার বিতর্কে জড়ান বিদায়ী পার্টিতে যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে। অবশ্য মেক্সিকোর জাতীয় ফুটবল সংস্থার কর্তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। উল্টে তাঁদের আশা, এ বারের দলটা খুব খারাপ খেলবে না।     


Saturday, June 16, 2018

গোলরক্ষকদের জন্য আরামদায়ক এক ম্যাচ ।

গোলরক্ষকদের জন্য আরামদায়ক এক ম্যাচ ।

বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম ৪৫ মিনিটে দুই দলেরই গোলে শট নিতে না পারার এমন ঘটনা সর্বশেষ দেখা গেছে ২০১৪ সালে। গোলরক্ষকদের জন্য আরামদায়ক এমন এক ম্যাচ সেবার মেক্সিকোর বিপক্ষে খেলেছিল ক্রোয়েশিয়া।



দুই দল অসংখ্যবার চেষ্টা করে লক্ষ্যে রাখতে পেরেছে মোটে দুটি করে শট।কালিনিনগ্রাদ স্টেডিয়ামে শনিবার শুরুর দিকে দূর পাল্লার শটে  নাইজেরিয়ার প্রতিরোধ ভাঙার চেষ্টা করে ক্রোয়েশিয়া। তাতে খুব একটা কাজ হয়নি। অপেক্ষার অবসান হয় ৩২তম মিনিটে। মদ্রিচের কর্নারে ইভান স্ট্রিনিচের হেড খুঁজে পায় মানজুকিচকে। ইউভেন্তুসের এই ফরোয়ার্ডের নিচু হেড চলে যাচ্ছিল বাইরে। কিন্তু নাইজেরিয়ার অঘেনেকারো এতেবোর পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। নাইজেরিয়ার জালে গত বিশ্বকাপের শেষ গোলটিও ছিল আত্মঘাতী।



একটি কর্নারের সময় মানজুকিচকে উইলিয়ামস ট্রস্ট-একং পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে রাখলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পোস্ট ঘেঁষে গড়ানো জোরালো স্পট কিকে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মদ্রিচ।

ফলাফল : নাইজেরিয়া ০ - ২ ক্রোয়েশিয়া


Friday, June 15, 2018

আফগানদের কি একটু আগেই টেস্ট স্ট্যাটাস দিয়ে ফেলেছে আইসিসি?

আফগানদের কি একটু আগেই টেস্ট স্ট্যাটাস দিয়ে ফেলেছে আইসিসি?



আফগানিস্তান  অভিষেক টেস্টটা হেরে গেল মাত্র দুদিনে। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ১০৩ রান। দুই ইনিংস মিলিয়ে ৬৭ ওভার ব্যাটিং করার পর প্রশ্নটা উঠতেই পারে, আফগানদের কি একটু আগেই টেস্ট স্ট্যাটাস দিয়ে ফেলেছে আইসিসি? নিজেদের দ্বিতীয় সারির একাদশ নিয়েও ভারত ম্যাচ জিতেচে ইনিংস ও ২৬২ রানের ব্যবধানে। 

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারত থেমেছিল ৪৭৪ রানে। ৩৬৫ রানের লিড ছিল, তবে আফগানদের গুটিয়ে দিতে ২৮ ওভারও লাগেনি বলে বোলারদের হাতে আরও একবার বল তুলে দিয়েছেন অজিঙ্কা রাহানে। এবার ৩৯ ওভার পর্যন্ত ব্যাট করতে পারল আফগানরা। দুই ইনিংস মিলিয়ে ২১২ রান করেছে তারা। টেস্ট অভিষেকে দুই ইনিংস মিলিয়ে এটিই সবচেয়ে কম রান তোলার রেকর্ড!

দুই দিনেই টেস্ট শেষ হবে এই আলামত আফগানরাই দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৭ ওভারের মধ্যে ফিরে এসেছিলেন প্রথম চার ব্যাটসম্যান। পঞ্চম ও ষষ্ঠ উইকেট মিলিয়ে ৫৭ রান যোগ করে কিছুটা প্রতিরোধ তারা গড়তে পেরেছিল। সম্ভাবনা জাগিয়েছিল খেলা তৃতীয় দিনে টেনে নেওয়ার। কিন্তু সেই সম্মানটুকুও পেল না। 

বল হাতে ভারতের গল্পটা প্রথম ইনিংসের মতোই। প্রথমে পেসারদের ধাক্কা। আর তাতে টালমাটাল আফগানদের স্পিন বিষে নীল করে দেওয়া। আজ শুরুর দিকে টানা তিন ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন উমেশ যাদব। চতুর্থ উইকেট তুলে নিয়েছেন ইশান্ত শর্মা। এরপর স্পিনারদের রাজত্ব। পার্থক্য হলো, প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। এবার ৪ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসেও প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই ছিলেন পেসারদের শিকার। প্রথম উইকেটটা পড়েছিল রান আউটের খাঁড়ায়।

অশ্বিন জহির খানকে টপকে টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন এ ম্যাচে। প্রথম ইনিংসে আফগানিস্তানের এক ব্যাটসম্যানই কেবল ২০ রানের বেশি করতে পেরেছেন। সেও এসেছে সাতে নামা মোহাম্মদ নবীর ব্যাট থেকে। নবীর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন ১০ নম্বর ব্যাটসম্যান মুজিব-উর রহমান। ইনিংসের একমাত্র ছক্কাও তাঁর ব্যাটে। আফগানরা অবশ্য প্রথম ইনিংসে ১৮টি চার মেরেছে।

চার-ছক্কা থেকে এসেছে ৭৮ রান। বাকি ৩১ রান তারা নিয়েছে দৌড়ে। টেস্ট ক্রিকেট কতটা কঠিন, এখান থেকেও বোঝা যায়। আফগান ব্যাটসম্যানরা খুব কম সময়ের জন্যই স্বস্তিতে ছিল। অশ্বিনের বলে পর্যন্ত ভূপাতিত হয়েছেন একজন। পেসারদের ভেতরে ঢোকানো আড়াআড়ি ডেলিভারিগুলো খেলতেই পারছিলেন না। বল ঠেকাতে বা ছাড়তে পারাও টেস্ট ক্রিকেটের যোগ্যতা। কখনো কখনো তা বাউন্ডারি হাঁকানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একজন আফগান ব্যাটসম্যানেরও রক্ষণাত্মক গুণ দেখা গেল না।

শেষমেশ তারা চলে গেল 'টি-টোয়েন্টি মোডে'। এই ক্রিকেটটাই তারা ভালো বোঝে কিনা! কিন্তু তাতেও রক্ষা হয়নি। মাত্র ১৭ ওভারে ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা আফগানিস্তান মূলত নবী ও মুজিবের ওই দুই ইনিংসে শেষ চার উইকেটে ৫০ রান যোগ করতে পেরেছে। না হলে টেস্ট অভিষেকে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জায় তারা পড়তেই বসেছিল! ১৮৮৯ সালে টেস্ট অভিষেকে ৮৪ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে আফগানরা শুরুটা করেছিল বেশ সতর্কভাবে। বিনা উইকেট ১৯ রান তুলেও ফেলেছিল। এরপর ৫ রানের মধ্যে ৪ উইকেট নেই! হাশমতুল্লাহ আর স্টানিকজাইয়ের মাঝখানের ওই প্রতিরোধটুকু বাদে আর কোনো লড়াই নেই। একবারও মনে হয়নি, টেস্ট খেলছে আফগানরা। সেই মননটাই তৈরি হয়নি টি-টোয়েন্টি বা ওয়ানডের চমক জাগানো এই দলটির। সামনে হাঁটতে হবে বিস্তর পথ।